গত ১৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি দেন গায়ক জুবিন গর্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে নিথর দেহে ফেরেন তিনি। তাঁর মৃত্যুর পর দেড় মাসও কাটেনি, তার মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া। 

জানা গিয়েছে মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। কিন্তু এখনও চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। 

হাসপাতাল সূত্রের খবর, গরিমা শারীরিক দুর্বলতা এবং ডিহাইড্রেশনে ভুগছিলেন। জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর পর মানসিক স্ট্রেস তো ছিলই। সবটা মিলিয়েই তিনি এদিন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের তরফে জানানো হয়েছে মঙ্গলবার রাত ১০টা নাগাদ গরিমা সাইকিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও, কবে থেকে হাসপাতাল থেকে ছাড়া হবে সেটা এখনও জানা যায়নি। আপাতত সমস্ত পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তপরীক্ষা, আল্ট্রাসাউন্ড, ইসিজি, ইত্যাদি করা হয়েছে বা হচ্ছে। 

এদিন যখন গরিমাকে হাসপাতালে আনা হয় তখন তাঁর সঙ্গে ছিলেন জুবিন গর্গের বোন পালমি বোর্ঠাকুর। আপাতত তাঁকে নরমাল খাবারই দেওয়া হচ্ছে। 

হাসপাতালে ভর্তি করানোর ৪৮ ঘণ্টা আগে থেকে গরিমা রাতে ঘুমাতে পারেননি। স্বামীর মৃত্যুর পর থেকেই তাঁর স্বাস্থ্য ভাল যাচ্ছে না। 

প্রসঙ্গত তিনি সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের চতুর্থ বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে গিয়েই গত ১৯ সেপ্টেম্বর প্রয়াত হন জুবিন। গায়কের মৃত্যুর পর অসমে ৬০ টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেটার ভিত্তিতেই গঠন করা হয় স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। শুরু হয় তদন্ত। নয়জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। যে ন'জনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহান্ত, গায়কের ভাই তথা পুলিশ কর্মী সন্দীপন গর্গ, জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, প্রমুখ।

সদ্যই মুক্তি পেয়েছে জুবিন গর্গের শেষ ছবি। 'রই রই বিনালে' ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এটা অহমিয়া ভাষার চতুর্থ সবথেকে বেশি ব্যবসা করা ছবির খেতাব পেয়েছে। ১২.৩৪ কোটি টাকা আয় করেছে এই ছবিটি। জুবিন গর্গের মৃত্যুর পর গত ৩১ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবিটি। এই ছবিতে জুবিনকে একজন দৃষ্টিহীন গায়কের ভূমিকায় দেখা গিয়েছে। রাজেশ ভূঁইয়া ছবিটির পরিচালনা করেছেন।