শুরু হয়ে গিয়েছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
2
9
দেশ-বিদেশের অসংখ্য ছবির প্রদর্শনের মাধ্যমে সিনেমাপ্রেমীদের জন্য তৈরি হয়েছে এক অনন্য সুযোগ, যেখানে মিলেমিশে যাচ্ছে নানা সংস্কৃতি ও ভাবধারা। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ নিয়েই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
3
9
৬ নভেম্বর ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া।
4
9
চলচ্চিত্র উৎসবে বহু বছর ধরেই সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন পরমব্রত। বিষয়টি তাঁর কাছে কতটা গর্বের সেই বিষয়ে সমাজমাধ্যমে নিজের মনের কথা উজাড় করে দিলেন তিনি।
5
9
আমি যখন ১৮ বছর বয়সে প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পা রাখি, তখন ছিলাম এক সাধারণ সিনেমাপাগল দর্শক।
6
9
অন্ধকার অডিটোরিয়ামে বসে প্রতিটি ফ্রেম, প্রতিটি আলাপ, প্রতিটি আলো-ছায়া গিলে নিচ্ছিলাম মুগ্ধ চোখে।
7
9
বছর কেটে গেছে। আজ যখন সেই একই মঞ্চে ফিরে আসি, দর্শক হিসেবে নয়, বরং সঞ্চালক হিসেবে, তখন সত্যিই মনে হয় স্বপ্নের ভেতর দাঁড়িয়ে আছি।
8
9
যে উৎসব একদিন আমার সিনেমার প্রেমের শুরু করেছিল, আজ তার উদ্বোধনে সামান্য অংশ নিতে পারাটাই এক অমূল্য সম্মান।
9
9
এমন মুহূর্তে বারবার মনে হয়, গল্প, পর্দা আর এই শহর, এদের মধ্যেই যেন চিরকাল নিজের ঘর খুঁজে পাই।