এবার নভেম্বর মাস যেন পুরো বলিউডেই উৎসবের! একের পর এক তারকা পরিবারে বাজছে আনন্দের ঘণ্টা। আর তার মধ্যেই সবচেয়ে বড় সুখবর, ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল এবার বাবা-মা হলেন!
2
10
অভিনেত্রীর কোলে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। ৭ নভেম্বর জন্মেছে এই নবজাতক। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন যৌথ বার্তায় ক্যাটরিনা ও ভিকি লিখেছেন,“আমাদের আনন্দের ছোট্ট পুঁটুলি এসে গেছে। অফুরন্ত ভালবাসা ও কৃতজ্ঞতায় স্বাগত জানাচ্ছি আমাদের পুত্রসন্তানকে। ৭ নভেম্বর ২০২৫। ক্যাটরিনা ও ভিকি।” ভিকি ক্যাপশনে শুধু লিখেছেন, “আশীর্বাদ।”
3
10
অন্যদিকে, মাত্র একদিন আগেই ৬ নভেম্বর রণবীর কাপুর ও আলিয়া ভাট উদ্যাপন করেছেন তাঁদের কন্যা রাহা-র তৃতীয় জন্মদিন।
4
10
মাসের শুরুতেই, ১ নভেম্বর ঐশ্বর্যা রাই বচ্চন ও ইশান খট্টর দু’জনেই জন্মদিনের কেক কেটেছেন।
5
10
২ নভেম্বর ধর্মেন্দ্র–হেমা মালিনীর কন্যা এশা দেওল-এর জন্মদিন পালিত হয়েছে ঘরোয়া আয়োজনে।
6
10
২ নভেম্বর বলিউডের ‘বাদশা’-রও যে জন্মদিন, সেকথা আলাদা করে ম্নে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে কি?
7
10
৪ নভেম্বর জন্মদিন ছিল বলিউডের বহুমুখী অভিনেত্রী তাব্বু-র। তাব্বুর বাবা ছিলেন অভিনেতা জামাল হাশমি, আর মামার বাড়ির দিক থেকে তিনি শবানা আজমি ও তনভি আজমি-র ভাইঝি।
8
10
৫ নভেম্বর সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি-ও এক বছর বড় হয়েছেন।
9
10
আর আজ, ৭ নভেম্বর ক্যাটরিনা-ভিকির ছেলের জন্মদিনের দিনেই জন্মদিন রাইমা সেন-এরও। মুনমুন সেন ও কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন-এর উত্তরসূরী রাইমা নিজের জন্মদিন উদ্যাপন করছেন পরিবার ও অনুরাগীদের ভালবাসায়।
10
10
এই মাসের মধ্যভাগেও থামছে না জন্মদিনের ধারা। ১৬ নভেম্বর জন্মদিন বলিউডের আর এক তারকা সন্তানের জন্মদিন। ঐশ্বর্যা–অভিষেক বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন-এর।