বর্তমানে বৃহস্পতি অবস্থান করছেন কর্কটে। এখানে তিনি আছেন অতিচারী রূপে। তবে আগামী ১১ নভেম্বর বক্রি হবেন বৃহস্পতি। আর দেবগুরুর এই অবস্থান বদলেই ভাগ্য খুলবে ৩ রাশির।
2
8
বৃহস্পতি বক্রি হওয়ার ফলে ৩ রাশির হাতে আসবে অঢেল টাকা। কর্মক্ষেত্রেও হবে উন্নতি। কর্কটে বক্রি হবেন দেবগুরু। ফলে কোন রাশির জাতকেরা ভাল সময় কাটাবেন আগামীতে জেনে নিন।
3
8
বৃহস্পতি বক্রি হলে তার সুফল পাবে তুলা রাশির জাতকেরা। তাঁদের বর্তমান অবস্থার উন্নতি ঘটবে। লাভের মুখ দেখবেন।
4
8
বহুদিন ধরে চাকরির চেষ্টা করলে তাঁরা এই সময় নতুন চাকরির অফার পাবেন। কর্মক্ষেত্রে প্রশংসিত হবে আপনার কাজ। হতে পারে প্রমোশন। হঠাৎ করেই টাকা আসতে পারে হাতে।
5
8
ধনু রাশির মানুষদের জন্য এই সময়টা শুভ হতে চলেছে। মান, সম্মান, অর্থ বৃদ্ধি পাবে। লাভের মুখ দেখবেন ব্যবসায়।
6
8
যাঁরা বিবাহিত তাঁদের জন্য এই সময়টা অত্যন্ত সুখকর হবে। যাঁরা অবিবাহিত তাঁরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
7
8
বৃশ্চিক রাশির জাতকেরাও রয়েছে এই তালিকায়। বলা যায় এই রাশির মানুষেরা নতুন করে জীবন শুরু করার সুযোগ পাবেন এই সময়।
8
8
চাকরি বদলের কথা ভেবে থাকলে এই সময়ই সেই সুবর্ণ সুযোগ আসবে আপনার হাতে। বিনিয়োগ করার কথা ভাবলে সেটাও করতে পারেন। বৃশ্চিক রাশির মানুষেরা এই সময় যাতেই হাত দেবেন তাতেই সাফল্য পাবেন।