Ditipriya roy gets trolled after she wishes jeetu kamal a speedy recovery
জিতুর আরোগ্য কামনা করে দিতিপ্রিয়ার পোস্ট! ‘লোক দেখানো ভদ্রতা’ বলে কটাক্ষ নায়িকাকে
নিজস্ব সংবাদদাতা
৭ নভেম্বর ২০২৫ ১৭ : ৪২
শেয়ার করুন
1
7
হাসপাতালে ভর্তি জিতু কামাল। বুধবার ধান্যকুড়িয়ায় ‘এরাও মানুষ’ ছবির শুটিংয়ের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন নায়ক। তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কলকাতায়। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি।
2
7
জিতুর অসুস্থার খবরে উদ্বেগে তাঁর অনুরাগীরা। চিন্তার ভাঁজ সহকর্মীদের কপালেও। শ্রাবন্তী চট্টোপাধ্যায় নায়ককে দেখতে সরাসরি পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে। ‘এরাও মানুষ’ জিতুর সঙ্গে অভিনয় করছেন তিনি।
3
7
পাশাপাশি জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকেও নায়ক হিসাবে দেখা যাচ্ছে জিতুকে। নায়িকা দিতিপ্রিয়া রায়। সম্প্রতি তাঁর একটি পোস্ট ঘিরে সমালোচনার ঝড়। দিতিপ্রিয়া ফেসবুকে লেখেন, ‘আমার সহ-অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’
4
7
অর্থাৎ ধরে নেওয়াই যায়, নাম না করে জিতুর উদ্দেশ্যেই এই বার্তা দিয়েছেন দিতিপ্রিয়া। কিন্তু তাতে সমালোচনা কেন? নেটিজেনদের একাংশ মনে করছেন, মন থেকে নয়, শুধুমাত্র নিয়মরক্ষার তাগিদেই সহকর্মীর উদ্দেশ্যে এই বার্তা দিতিপ্রিয়ার।
5
7
অনেকেরই মত, নিছক লোক দেখানো ভদ্রতা করে এই পোস্টটি করেছেন দিতিপ্রিয়া। আবার কেউ কেউ তাঁর প্রশংসা করেছেন সব বিবাদ ভুলে সহকর্মীর আরোগ্য কামনা করার জন্য।
6
7
চলতি বছর অগাস্টে তুমুল বিতণ্ডায় জড়িয়েছিলেন জিতু-দিতিপ্রিয়া। নায়িকা নাম করেই অভিযোগ করেন যে, জিতু তাঁকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই। পাল্টা দিয়েছেন জিতুও। দিতিপ্রিয়ার সঙ্গে যাবতীয় কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করে আত্মপক্ষ সমর্থনে নামেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর আর্য।
7
7
সেই বিতর্ক এখন অতীত। পর্দায় জিতু-দিতিপ্রিয়ার রসায়নে বুঁদ দর্শক। সেই ছাপ স্পষ্ট টিআরপি তালিকাতেও। ফের আর্য-অপর্ণাকে একসঙ্গে দেখতে মুখিয়ে অনুরাগীরা।