আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় তিনি শেষ অনুষ্ঠান করেছিলেন গত বছর কালীপুজোর সময়ে। কিন্তু উত্তর-পূর্ব ভারতের লেজেন্ডের জন্য খুব একটা সুখকর হয়নি সেই অভিজ্ঞতা। ওই শোয়ের পরে দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। শুক্রবার সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় তাঁর মৃত্যুর পর জুবিনের সঙ্গে সেই শোয়ের অভিজ্ঞতা আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন আয়োজক ক্লাসিক মিউজিক্যাল গ্রুপের কর্ণধার সুনীল ঘোষ। গায়কের মৃত্যুর খবরটা পেয়েছেন আগেই। বাংলা জুড়ে প্রচুর শো করেছেন জুবিন গর্গ। টলিউডেও প্রচুর হিট গান রয়েছে তাঁর।
সুনীল আজকাল ডট ইনকে জানালেন, ‘ওকে নিয়ে আমি প্রচুর শো করেছি। জুবিনের প্রতিভার তো কোনও তুলনা নেই, প্রচুর প্রতিভা ছিল। প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার ছিল। প্রচুর শো পেয়েছে পশ্চিমবঙ্গে’। কিন্তু শেষের দিকে জুবিন গর্গ যে নেশায় কিছুটা আসক্ত হয়ে গিয়েছিলেন তা স্বীকার করে নিলেন সুনীল। জানালেন, ‘মাঝে ও একটু বেসামাল হয়ে গিয়েছিল। ঠিক নিজের মধ্যে নিজে ছিল না। গত বছর এক অনুষ্ঠানে আমি ওকে নিয়ে শো করেছিলাম। ওটা আমার খুব ক্লোজ বন্ধুদের অনুষ্ঠান ছিল। সেখানে ঠিক করে পারফর্মই করতে পারেনি জুবিন’।
সুনীল আরও জানান, ‘সোদপুর-খড়দার মাঝে মিলন সমিতি নামক একটি ক্লাবে আমি ওকে নিয়ে অনুষ্ঠান করি। সেটাই ছিল আমার জুবিনকে নিয়ে শেষ অনুষ্ঠান। কলকাতাতেও তারপর জুবিন আর কোনও শো করেনি। কিন্তু ও সেদিন গাইতে পারেনি, অসুস্থ অনুভব করছিল’। অসুস্থতা শুধু নয়, অতিরিক্ত নেশা করার ফলেই যে জুবিন গর্গ সেদিন গাইতে পারেননি তাও জানালেন সুনীল। তিনি বলেন, ‘সেদিন ও কিছুটা নেশার মধ্যেও ছিল। সেই সময় কিছুটা নেশার মধ্যে আসক্তও হয়ে পড়েছিল। প্রায় এক ঘণ্টা সেদিন গান করেছিল। কিন্তু মাঝে মাঝেই ভুলে যাচ্ছিল গানের কথা। আমি আরও একজন গায়ককে নিয়ে গিয়েছিলাম সেদিন, ও বারবার স্টেজে উঠে গিয়ে মনে করিয়ে দিচ্ছিল’।
কিন্তু আয়োজক এটাও জানালেন, প্রথম দিকে এই নেশার আসক্তি ছিল না জুবিনের মধ্যে। বললেন, ‘ওই সময়টায় খুব বাড়াবাড়ি হয়েছিল। ২০২৪ সালে কালীপুজোর সময়ে অনুষ্ঠানটা করেছিলাম। তারপর থেকে কলকাতায় জুবিন আর কোনও অনুষ্ঠান করেনি’। সেই শোয়ের ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়াতেও। সেখানে দেখা গিয়েছে তাঁর বিখ্যাত গান পিয়া রে গাইতে গিয়ে রীতিমত টলে পড়ছেন গায়ক, ঠিক করে দাঁড়াতেই পারছেন না। মাইক হাতে নিয়ে ভুলে যাচ্ছেন গানের কথা, যেটুকু গাইছেন তাতে ঠিক করে মিলছে না সুরও। এই শোয়ের পর দর্শকদের প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু এখন সব সমালোচনার উর্ধ্বে চলে গিয়েছেন জুবিন। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুরে শো করার কথা ছিল তাঁর। কিন্তু স্কুবা ডাইভিং করতে গিয়ে আচমকা দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
