নিজস্ব সংবাদদাতা: এপার বাংলা, ওপার বাংলার মিশেলে এক অন্যধারার গল্প ফুটে উঠছে জি বাংলার ধারাবাহিক 'পুবের ময়না'য়। পর্দায় রোদ্দুর আর ময়নার খুনসুটিতে ভরা গল্প দারুণ জমে উঠেছে।
ইতিমধ্যেই রোদ্দুর-ময়নার মাঝে এসে হাজির গুঞ্জা। রোদ্দুরের প্রাক্তন প্রেমিকা সে। কিন্তু বর্তমানে ময়নার থেকে রোদ্দুরকে আলাদা করার জন্য উঠেপড়ে লেগেছে সে। এদিকে গুঞ্জাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠছে ময়না।
নানাভাবে ময়নাকে ফাঁসানোর পরিকল্পনা করছে গুঞ্জা। কিন্তু নিজের বুদ্ধির জোরে কিছুতেই গুঞ্জার পাতা ফাঁদে পা দিচ্ছে না ময়না। কিন্তু ধারাবাহিক ঘিরে এসেছিল এক মন খারাপের খবর। কিছুদিন আগেই টলিপাড়ায় শোনা গিয়েছিল, এবার নাকি শেষ হতে চলেছে 'পুবের ময়না।' হয়ে গিয়েছিল শেষ দিনের শুটিংও। তাতে বেশ মন খারাপ হয় দর্শক মহলের।
কিন্তু বছরের শুরুতেই খেলা ঘুরিয়ে দিল 'পুবের ময়না'। আবার শুরু হয়েছে শুটিং। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই এখনই শেষ হচ্ছে না এই ধারাবাহিক। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই ফের শুটিং-এ ফিরবে 'রোদ্দুর-ময়না' জুটি।
