মাঝে দারুণ জল্পনা শুরু হয়েছিল যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের বিচ্ছেদ নিয়ে। তারকা জুটি নাকি একসঙ্গে থাকেন না, আলাদা বেড়াতে যাচ্ছেন, ইত্যাদি, প্রভৃতি...। কিন্তু সেসব যে নিছকই জল্পনা সেটা বুঝিয়ে দিয়েছেন দু'জনে। সমস্যা মিটিয়ে পুনরায় কাছাকাছি এসেছেন, ভাগ করেছেন ছবি। একত্রে করেছেন সিনেমাও। এবার স্ত্রীর জন্মদিনে বিশেষ চমক দিলেন নায়ক। ৮ জানুয়ারি নুসরত জাহানের জন্মদিন, আর সেই উপলক্ষ্যে এদিন একটি আদুরে শুভেচ্ছাবার্তা ভাগ করে নিলেন যশ। 

যশ দাশগুপ্ত বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও কোলাজ পোস্ট করেছেন। আর সেখানেই উঠে এসেছে তাঁদের একাধিক অদেখা মুহূর্ত। বাদ যায়নি 'আনফিল্টার্ড' নুসরত। ভিডিওতে কোথাও জলের পাশে বসে অভিনেত্রীকে মাছি তাড়াতে দেখা গিয়েছে, তো কোথাও জুতোয় চুমু খেতে। রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খাওয়ার মুহূর্ত। যশ, নুসরতের একান্ত যাপনের টুকরো ছবিও ধরা পড়েছে অভিনেত্রীর জন্মদিনের শুভেচ্ছাবার্তার ভিডিওতে। 

এই কোলাজ পোস্ট করে যশ দাশগুপ্ত তার ক্যাপশনে বেটার হাফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'একসঙ্গে পৃথিবীর বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে কখনও কখনও একে অন্যের সঙ্গে ঝগড়া করেছি, আর তারপরেও একে অন্যকে বেছে নিয়েছি। হাসি, ঝগড়া, উন্নতি, সবই সিলেবাসের অংশ। শুভ জন্মদিন আমার পছন্দের কনস্ট্যান্ট এবং সব থেকে বাধ্যতামূলক ব্যাঘাত। ইউনিভার্স তোমার সহায় থাকুক। নুসরত, নাও অ্যাপেল পি, ওহ সরি পাই খেয়ে নাও।' 

যশের এই পোস্টের জবাবও দিয়েছেন নুসরত। তিনি মজা করে লেখেন, 'যশ দাশগুপ্ত, তুমিই সেরা থুড়ি ক্রেজিয়েস্ট আমিটাকে বের করে আনতে পারো। তুমিই কেবল এই পোস্টটি করতে পারো। আমি তোমার ফটো গ্যালারি নিয়ে আতঙ্কে থাকি। ধন্যবাদ আমার পাই।' 

প্রসঙ্গত নুসরত জাহান এই বছর ৩৫ বছরে পা দিলেন। ২০২০ সালে যশ দাশগুপ্তর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। ২০২১ সালে ভূমিষ্ঠ হয় তাঁদের সন্তান ঈশান। যশ দাশগুপ্তর করা এই শুভেচ্ছাবার্তায় অনেকেই নুসরতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর মঙ্গল কামনা করেছেন।

যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানকে দর্শক শেষবার 'আড়ি' ছবিতে দেখেছেন। সেখানে তাঁদের সঙ্গে ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়ও। কিন্তু বক্স অফিসে একেবারেই চলেনি ছবিটি। বর্তমানে তাঁরা দু'জন একত্রে তাঁদের প্রযোজনা সংস্থা খুলেছেন। সেই প্রযোজনা সংস্থাই বিগত কয়েক বছর ধরে তাঁদের ছবির প্রযোজনা করছে।