বুধবার শ্রীলেখা মিত্র আজকাল ডট ইনকে জানিয়েছিলেন, ‘পারিয়া’ পথকুকুরদের যন্ত্রণার কথা প্রথম বলেছে। ওরা খুশি। তাই ছবি এত সফল। সেই কথার রেশ বৃহস্পতিবারেও। শুক্রবার ছবির প্যান ইন্ডিয়া রিলিজ। একই সঙ্গে টলিউডে জোর গুঞ্জন, এরপর জিৎ-এর ‘বস ৩’ নাকি তথাগত মুখোপাধ্যায় পরিচালিত করবেন! সত্যিমিথ্যে জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। তাঁর সাফ জবাব, ‘‘পারিয়া’ সর্বভারতীয় স্তরে মুক্তি পাচ্ছে। ছবি ছাড়া এক্ষুণি অন্য কোনও বিষয় নিয়ে কথা বলব না।’’ আজকাল ডট ইন যোগাযোগের চেষ্টা করেছিল জিতের সঙ্গেও। তাঁর তরফ থেকে কোনও সাড়া মেলেনি।
‘ভটভটি’র পরে তথাগত তাঁর ‘পারিয়া’য় সম্পূর্ণ ভিন্ন ধারার গল্প পরিবেশন করেছেন। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত টানটান অ্যাকশন। বিক্রম চট্টোপাধ্যায়কে পরিচালক এই ছবিতে "রোমান্টিক হিরো" থেকে "অ্যাকশন হিরো"য় বদলে দিয়েছেন। সেই জায়গা থেকেই সম্ভবত জিতের আস্থা পেয়েছেন তিনি। বেশ কয়েক বছর ধরেই বাংলার সুপারস্টার তাঁর ব্লকবাস্টার হিট ‘বস’-এর ফ্র্যাঞ্চাইজি আনবেন, শোনা যাচ্ছিল। পাশাপাশি, এই মুহূর্তে বড় হিটের দরকার তাঁর। সব মিলিয়ে তাই কি তিনি তথাগত-য় ভরসা রাখতে চলেছেন?
জিৎ-তথাগত কিছু বলতে না চাইলেও বাংলা বিনোদন দুনিয়ার দাবি, খুব শিগগিরিই এরকম একটি সুখবরের আনুষ্ঠানিক ঘোষণা হবে। ছবির গল্প জিৎ নাকি নিজেই লিখছেন। সব ঠিক থাকলে আগামীর ইদ জিৎ-তথাগতর। দক্ষিণী বিনোদন, মুম্বইয়ের মতোই টলিউডও বুঝেছে, বাণিজ্যিক ধারা বা মশালা ছবি ছাড়া বিনোদন দুনিয়ায় লক্ষ্মীলাভ অসম্ভব। তাই সমান্তরাল ছবি বানানোর পাশাপাশি ক্রমশ বাংলা ছবিতেও আট-নয়ের দশক ফিরছে। টলিপাড়ার দাবি, জিৎ-তথাগত জুটি বাঁধলে সেই যাত্রাপথ আরও গতিময় হবে। এবং সবটাই আপাতত সময় বলবে।
‘ভটভটি’র পরে তথাগত তাঁর ‘পারিয়া’য় সম্পূর্ণ ভিন্ন ধারার গল্প পরিবেশন করেছেন। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত টানটান অ্যাকশন। বিক্রম চট্টোপাধ্যায়কে পরিচালক এই ছবিতে "রোমান্টিক হিরো" থেকে "অ্যাকশন হিরো"য় বদলে দিয়েছেন। সেই জায়গা থেকেই সম্ভবত জিতের আস্থা পেয়েছেন তিনি। বেশ কয়েক বছর ধরেই বাংলার সুপারস্টার তাঁর ব্লকবাস্টার হিট ‘বস’-এর ফ্র্যাঞ্চাইজি আনবেন, শোনা যাচ্ছিল। পাশাপাশি, এই মুহূর্তে বড় হিটের দরকার তাঁর। সব মিলিয়ে তাই কি তিনি তথাগত-য় ভরসা রাখতে চলেছেন?
জিৎ-তথাগত কিছু বলতে না চাইলেও বাংলা বিনোদন দুনিয়ার দাবি, খুব শিগগিরিই এরকম একটি সুখবরের আনুষ্ঠানিক ঘোষণা হবে। ছবির গল্প জিৎ নাকি নিজেই লিখছেন। সব ঠিক থাকলে আগামীর ইদ জিৎ-তথাগতর। দক্ষিণী বিনোদন, মুম্বইয়ের মতোই টলিউডও বুঝেছে, বাণিজ্যিক ধারা বা মশালা ছবি ছাড়া বিনোদন দুনিয়ায় লক্ষ্মীলাভ অসম্ভব। তাই সমান্তরাল ছবি বানানোর পাশাপাশি ক্রমশ বাংলা ছবিতেও আট-নয়ের দশক ফিরছে। টলিপাড়ার দাবি, জিৎ-তথাগত জুটি বাঁধলে সেই যাত্রাপথ আরও গতিময় হবে। এবং সবটাই আপাতত সময় বলবে।
