কথায় বলে, সরস্বতী পুজোই নাকি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। হলুদ শাড়ি এবং পাঞ্জাবিতে নজর কাড়ে ৮ থেকে ৮০। প্রেমিকার সঙ্গে প্রথমবার তাঁর স্কুলে যাওয়া বা উল্টোটা তো আছেই, একসঙ্গে এই দিনই নির্ভয়ে মনের মানুষের সঙ্গে অনেকটা সময় কাটানোর ছাড়পত্র পাওয়া যায়। আর সেই থেকেই কীভাবে যেন সরস্বতী পুজো হয়ে উঠেছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আবার এই দিনেই কিন্তু পুজো পান কামদেব এবং দেবী রতি। সেটাও কি একটা কারণ সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলার? খোঁজ নিল আজকাল ডট ইন।
জনপ্রিয় মহিলা পুরোহিত তথা অধ্যাপিকা রোহিণী ধর্মপালকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান দুইয়ের কোনও যোগ নেই বাস্তবে। কামদেব, রতি একই দিনে পুজো পান বলে এটিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয় যে তার কোনও শাস্ত্র ব্যাখ্যা নেই। তাঁর কথায়, "এমনই বলা হয়। ছাত্র ছাত্রীরা এদিন একটু ছাড় পায়। সেজেগুজে বিভিন্ন স্কুলে যায়, ছেলেরা মেয়েদের স্কুলে, মেয়েরা ছেলেদের স্কুলে যায় তাই। একটা সময় শান্তিনিকেতন ছাড়া তো কোএড স্কুলের তেমন প্রচলন ছিলই না। ফলে এই দিনটায় একটা আলাদা উন্মাদনা, রোমাঞ্চ কাজ করত। সেই থেকেই এই দিনটিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, ঠিক যেমন ভ্যালেন্টাইন্স ডে প্রেম করার দিবস নয়, কিন্তু তাও সেটা প্রেম দিবস হিসেবে পরিণত হয়েছে। রতি কামদেবের পুজোর সঙ্গে এর কোনও যোগ নেই।"
প্রায় একই কথা শোনা গেল শাস্ত্র বিশেষজ্ঞ, অধ্যাপক অজয় ভট্টাচার্যর গলায়। তাঁর কথায়, "একদম নয়। সরস্বতী পুজোর ব্যাপারটা হল আত্মার মুক্তি, অভ্যুদয়। আর রতি কামের ব্যাপারটা সম্পূর্ণ জাগতিক। অন্যদিকে সেন্ট ভ্যালেন্টাইন্স কিন্তু প্রেমিক প্রেমিকার ভালবাসা শেখাননি, সকলকে ভালবাসার কথা বলেছিলেন। তার কোনও লিমিটেশন ছিল না। কাম ছাড়া ভালবাসা যেটা। কিন্তু সেটা আজ অন্য মানে পেয়েছে। আর রতি কামের ব্যাপারটা একদম উল্টো। জাগতিক। আর সরস্বতীর ব্যাপারটা হল যেখানে কোনও চাহিদাভিত্তিক ভাবে জ্ঞান অর্জন করবে না। জ্ঞান হবে তোমার জাগরণের জন্য। ফলে তিনটের মধ্যে কোনও মিল নেই। তবে আবার আছেও।" কী মিল আছে জানতে চাইলে তিনি বলেন, "রতি কাম হল দু'জনের মধ্যে ব্যাপার, ভ্যালেন্টাইন শিখিয়েছেন সকলকে ভালবাসতে। আর সারস্বত হল সবকে ছাপিয়ে সেই এক বোধে যাওয়া। তবে শাস্ত্রে এর কোনও ব্যাখ্যা নেই। কোনও টার থেকে কোনোটা বিচ্ছিন্ন নয়। জীবনে এটাও দরকার, ওটাও দরকার। আর সবটাকে ছাপিয়ে উঠে অর্জন করার বিষয়টা সারস্বত। রূপান্তর আসবে। সরস্বতী পুজোর যে মন্ত্র 'বিশ্বরূপে বিশালক্ষ্মী...' এখানে, বিশ্বরূপের জায়গায় এসে গেল ভ্যালেন্টাইন, বিদ্য কমলেলোচনে হল আমার নিজের দৃষ্টিভঙ্গির জায়গা। আমার আশেপাশে কী আছে? সংসার। মানেই পারস্পরিক আকর্ষণ। এভাবেই তিন যেন কোথাও মিলেমিশে রয়েছে।"
