নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিককে হঠাৎই 'তুতুল' চরিত্রের মুখ বদল। রুম্পা দাস চৌধুরীর পরিবর্তে দেখা যাচ্ছে অভিনেত্রী মধুমিতা রায়কে। খানিকটা বাধ্য হয়েই প্রিয় চরিত্র 'তুতুল' চরিত্রে ও ধারাবাহিক ছেড়েছেন রুম্পা।
আজকাল ডট ইন- এর তরফ থেকে এই বিষয়ে রুম্পার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "গত তিন মাস প্রায়ই ৯০ দিন ধরে 'তুতুল'-এর চরিত্রের জন্য আমি মাত্র ১০ দিনের ডেট পেয়েছি, মে মাসে তো কিছুই করিনি। আমি অনেকবার জিজ্ঞাসা করলেও, কোনও উত্তর আসেনি। অভিনয় করেই আমার সংসার চলে। তাই অন্য কাজের অফার আসায় সেখানে কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। পরে অবশ্য 'তুতুল'-এর বিয়ের ট্র্যাকের কথা ভাবার পর আমায় যোগাযোগ করা হয়, কিন্তু অন্য কাজ করছিলাম বলে আমিই তাঁদের বলি আমার জন্য যাতে তোমাদের অসুবিধা না হয়, তাই তোমরা অন্য কারোর সঙ্গে কাজ করতে পারো। কিন্তু হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক, তাই 'তুতুল'-এর বিয়েটা আর হল না। এই চরিত্রের জন্য দর্শকের এত ভালোবাসা পেয়েছি, এখনও পাই। বহু মানুষ এখন জিজ্ঞাসা করছেন কেন এই চরিত্রে আমায় দেখা যাচ্ছে না? কেন আমি নেই ধারাবাহিকে? এখন এইটুকুই বলব, দর্শকের সঙ্গে আমার খুব শীঘ্রই দেখা হবে, নতুন কাজ নিয়ে আমি খুব আশাবাদী।"
