রাত পোহালেই মুক্তি পাবে দেব অভিনীত ছবি 'প্রজাপতি ২'। বড়দিনে সেই ছবি বড়পর্দায় আসার আগেই অভিনেতার পরবর্তী ছবি নিয়ে হইচই শুরু! জানা গিয়েছে দেবের আগামী ছবির নায়িকাও ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রী হতে চলেছেন। কে তিনি? 'জগদ্ধাত্রী', অর্থাৎ অঙ্কিতা মল্লিক। 

সূত্রের খবর, অঙ্কিতা মল্লিক হচ্ছেন দেবের আগামী ছবির নায়িকা। কী সেই ছবির নাম? 'অ্যাম্বুলেন্স দাদা'। এখানেই মেগাস্টারের বিপরীতে দেখা যাবে অঙ্কিতা মল্লিককে। প্রসঙ্গত, সূত্রের এই খবর পাওয়া অবধি অঙ্কিতাই হচ্ছেন দেবের পরবর্তী ছবির নায়িকা। তবে পরবর্তীতে যদি কোনও পরিবর্তন হয় কাস্টিংয়ে সেটাও জানা যাবে আগামী দিনে। 

'অ্যাম্বুলেন্স দাদা' ওরফে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' হলেন উত্তরবঙ্গের জলপাইগুড়ির করিমূল হক। তিনি বাইকে করে প্রত্যন্ত গ্রামের বহু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। এটাই তাঁর ধ্যান জ্ঞান। তাঁর জীবনী বড়পর্দায় তুলে ধরবেন দেব। এর আগেও তিনি একাধিক বায়োপিকে কাজ করেছেন। কখনও 'বাঘা যতীন' হয়ে ধরা দিয়েছেন, তো কখনও আবার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় 'গোলন্দাজ' ছবিতে নজর কেড়েছেন। এবার তিনি হবেন 'অ্যাম্বুলেন্স দাদা'। 

প্রসঙ্গত, দেব এর আগে তাঁর ছবিতে একাধিক ছোটপর্দার নায়িকাদের সুযোগ দিয়েছেন। তাঁর 'প্রজাপতি' ছবিটির হাত ধরেই বড়পর্দায় পা রেখেছিলেন 'যমুনা ঢাকি' ওরফে শ্বেতা ভট্টাচার্য। বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল এই ছবি। আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনে যে ছবি মুক্তি পাচ্ছে অর্থাৎ 'প্রজাপতি ২' -তে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তিনিও ছোটপর্দার চেনা মুখ। 'বঁধূয়া' ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। এবার পালা অঙ্কিতা মল্লিকের।

দেবকে আগামীতে দেখা যাবে 'প্রজাপতি ২' ছবিতে। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটি ২৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে। ছবিটির প্রযোজনা করেছে বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। দেব ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি, প্রমুখ। এই ছবিটি বক্স অফিসে মুখোমুখি হবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' এবং অরিন্দম শীল পরিচালিত 'একটি খুনির সন্ধানে মিতিন' ছবি দু'টির। অন্যদিকে অঙ্কিতা মল্লিক অভিনীত 'জগদ্ধাত্রী' ধারাবাহিকটি সদ্যই শেষ হয়েছে। জি বাংলার পর্দায় চলত এই হিট মেগা, যা দীর্ঘদিন টিআরপি টপার ছিল। এই ধারাবাহিক শেষ হতে না হতেই 'জগদ্ধাত্রী' অনুরাগীদের জন্য যে এটা এক বিরাট সুখবর সেটা বলার অপেক্ষা রাখে না। তবে কবে এই ছবি মুক্তি পাবে সেটা এখনও জানা যায়নি।