নিজস্ব সংবাদদাতা: সৃজন-পর্ণার এখন সুখের সংসার। সেই সুখের জোয়ারে বাড়ছে টিআরপি। এই সপ্তাহের রেটিং চার্ট সেই কথাই বলছে। এবারেও বাংলা সেরা ‘নিম ফুলের মধু’। সব ধারাবাহিককে পিছনে ফেলে এবারেও সেরার তকমা ছিনিয়ে নিয়েছে সৃজন-পর্ণা। ছেলে-মা বৌমার সম্পর্কের টানাপোড়েন দর্শক তারিয়ে উপভোগ করছে। অন্যদিকে প্রতি সপ্তাহে গল্পে টুইস্ট রেখে এগিয়ে যাচ্ছিল জ্যাস। পরিচালকও সেরার তকমা ধরে রাখতে জগদ্ধাত্রীকে দুষ্ঠের দমন শিষ্টের পালন-এ ব্যস্ত রেখেছিলেন। সেই জোয়ারে এবার ভাঁটা। তাই বেশ কয়েকবার ‘বাংলা সেরা’ তকমা ধরে রাখলেও এবার ‘জগদ্ধাত্রী’ থমকে গিয়েছে তিন নম্বরে। টিআরপি চার্টে তার প্রাপ্ত নম্বর ৭.৫। তাহলে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল কোন ধারাবাহিক? সম্পর্কের নতুন সমীকরণে বাজিমাত করেছে রোহিত-ফুলকি জুটি। ভালবাসার দখিন হাওয়ায় ভেসে দর্শকও প্রেম-প্রণয়ের এই নতুন মোড়ে বুঁদ হয়েছে। রেটিং চার্টে ৭.৬ পেয়ে ফুলকি দখল করে নিয়েছে দ্বিতীয় স্থান। ‘ফুলকি’র সঙ্গে টক্করে না পারলেও ‘জগদ্ধাত্রী’ ধরে রাখতে পেরেছে তার পুরনো জায়গা। গতবারের মতো এবারেও ৭.৫ পেয়ে তৃতীয় স্থানে এই ধারাবাহিক।
কোর্টরুম ড্রামা ও সংসারের বিভিন্ন বাঁকে পাক খেতে খেতেও পায়ের তলায় মাটি সরতে দেয়নি ‘গীতা এল এল বি’। বরং নিজের সাহসে এগিয়ে এসেছে আরও এক ধাপ। প্রথম পাঁচে অনেকদিন থাকার পর এই সপ্তাহে উঠে এসেছে চতুর্থ স্থানে। প্রাপ্ত নম্বর ৭.০।
প্রেমিক রুবেল তো ‘বাংলা সেরা’ প্রেমিকা শ্বেতার কী অবস্থা? খুব বেশি পিছিয়ে নেই প্রেমিকের থেকে। "কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শ্বেতা-রণজয় জুটি জায়গা করে নিয়েছে পঞ্চম স্থানে। পেয়েছে ৬.৯।
এবার বাকি  আর পাঁচ ধারাবাহিকের কথা। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ‘কথা’ পেয়েছে ৬.৪। দীপা-অর্জুনের সুখের সংসারে আবার সিঁদুরে মেঘ। সেখানে হাজির হয়েছে পৃথা ম্যাডাম। তার মাথায় ঘুরছে নিত্যনতুন প্যাঁচ। তারই জেরে এবার ‘অনুরাগের ছোঁয়া’ খানিকটা স্বস্তিতে। গত সপ্তাহের নবম স্থান থেকে উঠে এসেছে সপ্তম স্থানে। পেয়েছে ৫.৯। ৫.৬ পেয়ে অষ্টমে ‘জল থই থই ভালবাসা’। ৫.৪ পেয়ে নবমে ‘কার কাছে কই মনের কথা’ আর দশম স্থানে ৫.২ পেয়ে নিজের জায়গা ধরে রাখতে পেরেছে ‘বঁধুয়া’।