সংবাদসংস্থা মুম্বই: ১৯৮৬-তে মুক্তি পায় গোবিন্দা অভিনীত প্রথম ছবি ‘লভ ৮৬’। এই ছবির পরই দীর্ঘকালীন প্রেমিকা সুনীতাকে বিয়ে করেন গোবিন্দা। কিন্তু বিবাহিত জীবন প্রথম দিকে খুব একটা সুখের ছিল না অভিনেতার। কেরিয়ারের শীর্ষে থাকলেও ব্যক্তিগত জীবনে ছিল না শান্তি। শোনা যায়, অভিনেত্রী নীলমের জন্য সংসার প্রায় ভাঙতে বসেছিল অভিনেতার। সে কথা পরে এক সাক্ষাৎকারে নিজেই জানান গোবিন্দা।

 

 

 

মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “প্রথম দিকে খুব সতর্ক থাকতাম। কিন্তু ধীরে ধীরে নীলমের কাছে নিজেকে মেলে ধরতে থাকি। আমরা বন্ধু হয়ে যাই। দু'জনের পরিবার, বেড়ে ওঠা সম্পূর্ণ ভিন্ন ছিল। কিন্তু ধীরে ধীরে বন্ধু হয়ে উঠি একে অপরের। আস্তে আস্তে ভাল লাগতে শুরু করে নীলমকে।"

 

 

 

 

মন্দিরে গোবিন্দা ও সুনীতার বিয়ে একবার হয়েছিল, ফলে দুজনে স্বামী-স্ত্রী ছিলেন। কিন্তু গোবিন্দার মা চেয়েছিলেন তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করুক। গোবিন্দা এ কথা প্রকাশ্যে বলেননি। এক বছর পর জানতে পারেন নীলম। গোবিন্দ বলেন, "আমি নীলমকে ঠকিয়েছি। বিয়ের কথা লুকিয়ে ওর সঙ্গে নোংরা খেলায় মেতেছিলাম। ওকে বলা উচিত ছিল।"

 

 

 

 

সুনীতা নিরাপত্তাহীনতায় ভুগতেন নীলমের জন্য।

গোবিন্দা ওই সাক্ষাৎকারে আরও জানান, তাঁর এবং সুনীতার মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে৷ সে নিরপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিল। একদিন সুনীতা নীলমকে সব সত্যি জানিয়ে দিয়েছিলেন এবং এরপরেই গোবিন্দার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় নীলমের। 

 

 

 

 

প্রসঙ্গত, গোবিন্দা ও সুনীতার বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল বলিপাড়ায়। যদিও এই গুঞ্জনে কান দেননি তারকা দম্পতি। বহু সাক্ষাৎকারে সুনীতা বুঝিয়ে দিয়েছেন তাঁরা একসঙ্গেই আছেন। গোবিন্দাকে তাঁর থেকে কেউ আলাদা করতে পারবেন না।