সোশ্যাল মিডিয়ায় ‘ধুরন্ধর’ ছবির একটি নাচের ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকেই নতুন করে আলোচনার কেন্দ্রে অক্ষয় খান্না। নেটিজেনরা যেন তাঁর থেকে চোখ ফেরাতে পারছেন না। পুরনো সাক্ষাৎকার, ভিডিও ঘেঁটে ফের সামনে আসছে অভিনেতার অনায়াস ব্যক্তিত্ব আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তেমনই এক পুরনো সাক্ষাৎকার সম্প্রতি আবার ছড়িয়ে পড়েছে, যেখানে অক্ষয়, প্রয়াত সুপারস্টার শ্রীদেবী এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি একসঙ্গে হাজির হয়েছিলেন ২০১৭ সালের ছবি ‘মম’-এর প্রচারে। উল্লেখ্য, ২০১৮ সালে আকস্মিক প্রয়াণের আগে এটিই ছিল শ্রীদেবীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি।
সেই সাক্ষাৎকারে এক মজার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছিলেন নওয়াজউদ্দিন। ওই সাক্ষাৎকারে, অক্ষয় ও শ্রীদেবী পাশে বসে থাকতেই নওয়াজউদ্দিন বলেন, বিয়ের সময় তিনি একের পর এক প্রত্যাখ্যানের মুখে পড়েছিলেন। শুধু পরিবারের তরফেই নয়, পাত্রীর খোঁজ করতেও বারবার না শুনতে হয়েছিল তাঁকে। সেই সময় যাঁদের সঙ্গে তাঁর কথা হয়েছিল, তাঁদের অনেককেই তিনি জিজ্ঞেস করেছিলেন, কেমন ছেলে তাঁদের পছন্দ। আর সেখানেই মিলেছিল চমকপ্রদ উত্তর। নওয়াজউদ্দিন জানান, তখন যাঁর সঙ্গেই কথা হয়েছে, প্রায় সকলেই ছিলেন অক্ষয়ের ভক্ত। কেউ তাঁর হাসির প্রশংসা করেছেন, কেউ চোখের কথা বলেছেন। তাঁর কথায়, তরুণীদের মধ্যে অক্ষয়ের এক অদ্ভুত কিন্তু গভীর জনপ্রিয়তা ছিল।
এই কথার মাঝেই নওয়াজউদ্দিন যখন বলছিলেন, “ওরা ছিল ওঁর ফ্যান…”, তখন অক্ষয় হালকা হেসে তাঁকে থামিয়ে প্রশ্ন করেন, “ছিল?” সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নেন নওয়াজউদ্দিন। বলেন, “আছে! এখনও আছে।” এরপর মজা করে যোগ করেন, অক্ষয় খুব কম কাজ করেন, খুব বেছে বেছে ছবি করেন বলেই হয়তো এই রহস্যময় আকর্ষণ আরও বেড়েছে। তবে সকলেই চান, অক্ষয় যেন আরও বেশি করে কাজে ফেরেন, এটাই তাঁদের প্রার্থনা।
এই পুরনো সাক্ষাৎকারের ক্লিপ ফের ভাইরাল হতেই মন্তব্যের ঘরে ভিড় জমিয়েছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, ‘মম’ ছবির প্রচারের সময়কার সাক্ষাৎকারগুলো ছিল দেখার মতো। তিনজন অন্তর্মুখী অভিনেতা, কেউ কারও কথা কেড়ে নেননি, অথচ আলোচনা ছিল গভীর ও আন্তরিক। কেউ আবার অক্ষয়ের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আর কমেডি টাইমিংয়ের প্রশংসা করে লিখেছেন, তিনি আবার কবে কমেডি ছবিতে ফিরবেন, সেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
আগামী দিনে অক্ষয়কে ফের দেখা যাবে ‘ধুরন্ধর ২’-এ রেহমান ডাকাতের চরিত্রে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৯ মার্চ। পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে ‘মহাকালী’ ছবিও, যেখানে তিনি অভিনয় করছেন শুক্রাচার্যের ভূমিকায়। দীর্ঘ বিরতির পর পর্দায় তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে প্রত্যাশা তুঙ্গে অনুরাগীদের মধ্যে।
