নিজস্ব সংবাদদাতা: কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়ে এই মুহূর্তে বিদেশে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সূত্রের খবর, মেয়ের গ্রাজুয়েশন ডে-তে পাশে রয়েছেন অভিনেত্রী। আর বিদেশে গিয়েও মায়েদের মত কোন কাজটা করে যাচ্ছেন অভিনেত্রী?

বিদেশে গিয়ে ও কিভাবে নিজের গোটা সংসার সঙ্গে নিয়ে ঘুরছেন স্বস্তিকা, জানেন কি? সোশ্যাল মিডিয়ায় একটি মজার ছবি পোস্ট করে সেই গোপন তথ্য জানিয়ে দিলেন অভিনেত্রী নিজেই। মেয়ের অনুষ্ঠান বলে কথা, মায়ের সাজ তো একটু বিশেষ হবেই। তবে নিজের সাজগোজের সঙ্গেই স্বস্তিকার কথায় একটি 'বোঁচকা ব্যাগ' নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। কারণ তার মধ্যে রয়েছে মেয়ের নানান ধরনের জুতো। একটি অনুষ্ঠান শেষ হলেই যেন জুতো বদলে নতুনভাবে সাজতে পারেন অন্বেষা, সেই কারণেই হাতে ব্যাগ এবং দুই জোড়া জুতো নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজার এই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে স্বস্তিকা লিখেছেন, "যা মায়েরা সবচেয়ে ভাল করেন তাই করছি। প্রত্যেকটা পোশাকের সঙ্গেই এই বোঁচকা ব্যাগ বহন করছি, যাতে প্রত্যেকটা অনুষ্ঠানের পর মেয়ে জুতো বদলাতে পারে, কারণ এই হিল জুতোটি সাময়িক সময়ের জন্য। পুরো সংসারটাকে এই ব্যাগে করে নিয়েই ঘুরছি।"

প্রত্যেক মায়েদের কাছেই একটি করে ব্যাগ থাকে। যখন এই সন্তানদের কোনও কিছু প্রয়োজন হয়, তখন মায়েরা হয়ে ওঠেন মুশকিল আসান। স্বস্তিকার ক্ষেত্রেও ব্যাপারটা তাই, নিজে সুন্দর করে সাজলেও মেয়ের জন্য এইটুকু হাসি মুখেই করছেন স্বস্তিকা। আসলে অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজেকে একজন মা হিসেবেই সবসময়ই অনেকটা এগিয়ে রেখেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়ে অন্বেষা যে তাঁর ভাল থাকার এবং বেঁচে থাকার অন্যতম কারণ তা একাধিক বার তিনি বলেছেন। মেয়ের সঙ্গে কাটানো সময় তাঁর কাছে হয়ে ওঠে জীবনের সেরা সময়। আপাতত মেয়ের জীবনের গুরুত্বপূর্ণদিনে এইভাবেই মজা করে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।