‘ইচ্ছেনদী’ থেকে ‘শহরের উষ্ণতম দিনে’। ছোটপর্দা থেকে বড়পর্দা। বিক্রম চট্টোপাধ্যায়-সোলাঙ্কি রায় মানেই যেন প্রেমের প্লাবন! শুধুমাত্র এঁদের দেখবেন বলে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন এই প্রজন্ম। আগের প্রজন্মও। আবারও সেই আকর্ষণ ফিরতে চলেছে। ফেরাচ্ছেন পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়। খবর, আবারও প্রেমের ছবিতেই নাকি ফিরছেন তাঁরা। এমন আভাস মিলতেই চনমনে টলিউড।
বাংলা ছবিতে টাটকা জুটির রমরমা ইদানীং যেন কম। চেনা জুটিরাই নানা ছবিতে নানা ভাবে ফিরে আসেন। সেখানে বিক্রম-সোলাঙ্কি ব্যতিক্রম। ২০১৭-য় প্রথম তাঁরা ছোটপর্দায় এসেছিলেন ধারাবাহিক ‘ইচ্ছেনদী’তে। ‘অনুরাগ-মেঘলা’র জুটি শুরু থেকে ছোটপর্দার দর্শকদের বসিয়ে রেখেছিল। ২০২৩-এ বড়পর্দায় সেই জুটিকে ফিরিয়ে এনেছিলেন অরিত্র সেন। ‘শহরের উষ্ণতম দিনে’তে এই প্রজন্মের গল্প ছড়িয়ে পড়েছিল শহর কলকাতাজুড়ে। ফলে, সব বয়সের দর্শক ছবিটি গ্রহণ করেছিল।
আপাতত এই ছবি নিয়ে কিছুই বলতে রাজি নন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী। আর কারা অভিনয় করছেন? এখনও নির্দিষ্ট হয়নি। তবে ছবির গল্প সম্ভবত পরিচালকের। শুটিং শুরু নির্ভর করছে নির্বাচন নির্ঘণ্টের উপরে। সব ঠিক থাকলে চলতি মাসেই শুটিং শুরু হতে পারে। এই ছবির শুটও হবে শহরজুড়ে। এই ছবি দিয়ে বড়পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন জয়দীপ। তিনি এর আগে "দ্য চিক ফ্লিক"এর দুটি সিজন, "অলক্ষ্মীস ইন গোয়া", "রাজা রানি রোমিও" বানিয়েছিলেন ক্লিক প্ল্যাটফর্মে। হইচই-এর একাধিক সিরিজের লেখকও তিনি।
বাংলা ছবিতে টাটকা জুটির রমরমা ইদানীং যেন কম। চেনা জুটিরাই নানা ছবিতে নানা ভাবে ফিরে আসেন। সেখানে বিক্রম-সোলাঙ্কি ব্যতিক্রম। ২০১৭-য় প্রথম তাঁরা ছোটপর্দায় এসেছিলেন ধারাবাহিক ‘ইচ্ছেনদী’তে। ‘অনুরাগ-মেঘলা’র জুটি শুরু থেকে ছোটপর্দার দর্শকদের বসিয়ে রেখেছিল। ২০২৩-এ বড়পর্দায় সেই জুটিকে ফিরিয়ে এনেছিলেন অরিত্র সেন। ‘শহরের উষ্ণতম দিনে’তে এই প্রজন্মের গল্প ছড়িয়ে পড়েছিল শহর কলকাতাজুড়ে। ফলে, সব বয়সের দর্শক ছবিটি গ্রহণ করেছিল।
আপাতত এই ছবি নিয়ে কিছুই বলতে রাজি নন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী। আর কারা অভিনয় করছেন? এখনও নির্দিষ্ট হয়নি। তবে ছবির গল্প সম্ভবত পরিচালকের। শুটিং শুরু নির্ভর করছে নির্বাচন নির্ঘণ্টের উপরে। সব ঠিক থাকলে চলতি মাসেই শুটিং শুরু হতে পারে। এই ছবির শুটও হবে শহরজুড়ে। এই ছবি দিয়ে বড়পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন জয়দীপ। তিনি এর আগে "দ্য চিক ফ্লিক"এর দুটি সিজন, "অলক্ষ্মীস ইন গোয়া", "রাজা রানি রোমিও" বানিয়েছিলেন ক্লিক প্ল্যাটফর্মে। হইচই-এর একাধিক সিরিজের লেখকও তিনি।
