সংবাদসংস্থা মুম্বই: বয়স ৮৯, কিছুদিন আগেই চোখে ছানি অপারেশন হয়েছে। বার্ধক্য জনিত অসুখে জর্জরিত ধর্মেন্দ্র। তবুও যেন তারুণ্য ছাড়েনি বর্ষীয়ান অভিনেতাকে। কিছুদিন আগে বড়ছেলে সানি দেওলের নতুন ছবি 'জাট'-এর প্রিমিয়ারে এসে নেচে সকলকে তাক লাগিয়ে দেন তিনি।
৯ এপ্রিল ছিল ‘জাট'-এর স্পেশাল স্ক্রিনিং। এই অনুষ্ঠানের রেড কার্পেটে সকলের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা ধর্মেন্দ্র। ছেলের ছবির এই অনুষ্ঠানে এসে হঠাৎই ঢোলের তালে নাচ করতে শুরু করেন তিনি। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অবাক হন নেটিজেনরা।
সম্প্রতি, সমাজমাধ্যমে ধর্মেন্দ্রর একটি ভিডিও ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সেই ভিডিওয় তাঁকে দেখা গিয়েছে একেবারে ভিন্ন অবতারে। পরনে টি শার্ট, মাথায় টুপি। এমন বেশেই সুইমিং পুলে নেমে পড়েছেন তিনি। জলে নেমে সাঁতার কাটার ভিডিও নিজেই ভাগ করেছেন ধর্মেন্দ্র।
দেখা গিয়েছে যে, ধর্মেন্দ্রের উদ্দেশ্য সাঁতার কাটা নয়। বরং সুইমিং পুলে নেমে শরীরচর্চা করছেন তিনি। ধর্মেন্দ্রের সঙ্গে সুইমিং পুলে রয়েছেন এক তরুণ। পিছন থেকে ধর্মেন্দ্রকে জড়িয়ে ধরে পায়ের ব্যায়াম করার নির্দেশ দিচ্ছেন তিনি। তিনি ধর্মেন্দ্রের শরীরচর্চার প্রশিক্ষক। তাঁর নির্দেশ মেনেই জলে নেমে বিভিন্ন ধরনের ব্যায়াম করছেন ধর্মেন্দ্র। বর্ষীয়ান অভিনেতাকে এই অবতারে দেখে ইতিবাচক মন্তব্যে সমাজমাধ্যমের পাতা ভরিয়েছেন নেটিজেনরা।
