কন্যা সন্তানের বাবা-মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা দালাল। হাসপাতালের বাইরে প্রথমবার এই সুখবর দিলেন দাদু ডেভিড ধাওয়ান, বাড়িতে লক্ষ্মী আসায় স্বাভাবিকভাবেই দারুন খুশি দাদু । সকাল থেকেই মুম্বাই শহরের একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী নাতাশার পাশে ছিলেন বরুণ ধাওয়ান এবং তার পরিবারের প্রত্যেকে। বাবা হওয়ার দারুন অনুভূতি ভাগ করে নিলেন বরুনও। গতবছর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর জানিয়েছিলেন বরুণ ধাওয়ান এবং স্ত্রী নাতাশা দালাল। ধাওয়ান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মা এবং সদ্যোজাত সন্তান দুজনেই সুস্থ আছেন। কিছুক্ষণ আগেই একটি ব্যাগ নিয়ে হাসিমুখে হাসপাতাল থেকে বেরতে দেখা গেল বরুণ ধাওয়ান কে, সেখানেই তিনি জানালেন সবকিছু ঠিক আছে। ২০২১ সালে বহু বছরের প্রিয় বান্ধবী নাতাশা দালালের সঙ্গে চার হাত এক করেন বরুণ ধাওয়ান, অবশেষে নতুন জার্নি শুরু হল বরুণ এবং নাতাশার।
