নিজস্ব সংবাদদাতা: সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'আকাশ কুসুম'-এ এখন নতুন মোড়। ডালি আর রক্তিমের অসমবয়সী প্রেম কাহিনি বেশ পছন্দ করেছিলেন দর্শক। প্রথমে বনিবনা না হলেও এখন একটু একটু করে একে অপরের প্রেমে পড়েছেন তারা। কিন্তু সুখ বেশিদিন সহ্য হল না ডালির কপালে। পুজোর মরশুমেই রক্তিম-ডালির মাঝে এল তৃতীয় ব্যক্তি।
সম্প্রতি, ধারাবাহিকের নতুন মোড়ে এসে হাজির রক্তিমের প্রাক্তন প্রেমিকা। পরিবারের সবার ইচ্ছেতে রক্তিম ও ডালি ফের বিয়ের পিঁড়িতে বসে। কিন্তু এই বিয়ের দিনেই বাড়িতে এল সে। সঙ্গে আবার একটি বাচ্চা মেয়ে। যদিও মেয়েটি রক্তিমের কিনা তা এখনও খোলসা হয়নি। কিন্তু সে যে ডালি আর রক্তিমের মাঝে দূরত্ব তৈরি করবে তা স্পষ্ট। এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে।
জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে'র পর ফের নেতিবাচক চরিত্রে দেখা যাবে রোশনিকে। প্রাক্তন প্রেমিকা মানেই যে সব সময় খারাপ সে, এই ধারণা কি বদলাবে 'আকাশ কুসুম'-এর গল্পে? তা যদিও এখনও জানা যায়নি। এমনকী রোশনির চরিত্রটির কেন্দ্রে ঠিক কোন গল্প লুকিয়ে তার উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি শুরু হবে নতুন মোড়ের শুটিং। তাই রক্তিম-ডালির সম্পর্ক এবার কোন দিকে মোড় নেবে এখন সেটাই দেখার।
