নিজস্ব সংবাদদাতা: সান বাংলার ধারাবাহিক 'আকাশ কুসুম' শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় ও কথা চক্রবর্তী। এক অসমবয়সি প্রেমের গল্প নিয়ে শুরু হলেও ধীরে ধীরে 'রক্তিম-ডালি' একে অপরকে মন দিয়ে ফেলে।
কিছুদিন আগে রক্তিমের প্রাক্তন প্রেমিকা তাদের মাঝে দূরত্ব তৈরির চেষ্টা করে। এমনকী দুর্ঘটনায় রক্তিমের স্মৃতি হারানোর সুযোগ নিয়ে তার স্ত্রীর পরিচয়ে বাড়িতে থাকতেও শুরু করে। এদিকে, ডালির আপ্রাণ চেষ্টায় সুস্থ হয় রক্তিম। কিন্তু ফের বিপদের কবলে তারা।
মালবিকা দেববর্মণের কারসাজিতে মারা যায় রক্তিম। জাল ওষুধের কারবার করার ও খুনের অপবাদ দিয়ে মালবিকা রিষভকে জেলে পাঠায়। ডাক্তার মিশ্রর সাহায্যে ডালি কোনও মতে মালবিকার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় ফুল্লরা গ্রামে। সেখানে সে ও তার সন্তান আশ্রয় পায় চিত্রার বাড়িতে। পরে ঘটনা চক্রে ডালি জানতে পারে এই চিত্রাকে একসময় মালবিকা ঠকিয়ে তাকে সর্বস্বান্ত করে দেয়। ডালি ডাক্তার হিসাবে গ্রামে কাজ শুরু করে। এই গ্রামেই ডালির সাথে পরিচয় হয় গ্রামের মোড়ল জগদম্মার সঙ্গে। তার ছেলে লালনকে দেখতে অবিকল রক্তিমের মতো। অবাক হয় ডালি। কে এই লালন? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
