নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'রোশনাই' জায়গা হারিয়েছে টিআরপি তালিকায়। 'রোশনাই' চরিত্রে অনুষ্কা গোস্বামীকে দেখার পর এখন তিয়াসা লেপচাকে তেমন আপন করতে পারেননি দর্শক। নায়িকা বদলের পর থেকে তাই দর্শকের আগ্রহও কমেছে ধারাবাহিকের প্রতি।

 


কিন্তু নিত্য নতুন চমকে দর্শকের মন পাওয়ার লড়াইয়ে সামিল টিম 'রোশনাই'। গল্পে গরিমাকে বিয়ের দিন আগুনে পুরিয়ে মারতে চাওয়ার অপরাধে বাড়ির সবাই আঙুল তোলে রোশানাইয়ের দিকে। কিন্তু আরণ্যক মুখে কিছু বলে না। গরিমা ও রোশনাইয়ের মাঝে সত্যি-মিথ্যার লড়াইয়ে হিমসিম খায় সে। আদালতে নির্দোষ প্রমাণিত হয় রোশনাই। কিন্তু এরপর গল্প পুরোপুরি বদলে যায়। এমনটাই ইঙ্গিত মিলেছে সম্প্রতি মুক্তি পাওয়া প্রোমোয়।

 

দেখা যাচ্ছে, নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে রোশনাই। যাওয়ার আগে লিখে রেখে যায় একটা চিঠি। আরণ্যক সেই চিঠি পেয়ে জানতে পারে তার থেকে অনেক দূরে চলে গিয়েছে রোশনাই। এদিকে, অচেনা শহরে নিজের পরিচয় গড়ে তুলতে মরিয়া রোশনাই। যোগ্যতা থাকলেও কোনও কিছুর সঙ্গেই মানিয়ে নিতে পারছে না সে। কী হবে এরপর? চিরকালের জন্য কি আলাদা হয়ে যাবে আরণ্যক-রোশনাইয়ের পথ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।