নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহের টিআরপিতে বড় বদল লক্ষ্য করেছেন দর্শক মহল। ১৪ সপ্তাহ পর প্রথম স্থান হাতছাড়া হয়েছিল জি বাংলার 'পরিণীতা'র। টক্কর দিয়ে 'বাংলা সেরা'র খেতাব জিতেছিল দুই পুরনো মেগা 'জগদ্ধাত্রী' ও 'ফুলকি'। তাই এবার প্রথম স্থানে জায়গা করতে জোরকদমে লেগে পড়েছে 'পারুল-রায়ান'।
জি বাংলায় সদ্য শুরু হওয়া এই ধারাবাহিক অল্প দিনেই মন জয় করেছে দর্শকের। 'পারুল-রায়ানে'এর গল্পের নিত্যনতুন মোড় দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। এদিকে, শত চেষ্টা করেও কিছুতেই ভাব জমে না পারুল-রায়ানের। পারুলকে স্ত্রী হিসাবে মেনে নেয় না রায়ান। কিন্তু পরিবারের বিপদে একে অপরের সঙ্গে জোট বাঁধতে ভোলে না। শ্বশুরবাড়িতে এসে অনেক অপমানের শিকার হলেও নিজের বুদ্ধিতে বাজিমাত করছিল পারুল।
এবার রায়ানের বিপদে ঢাল হয়ে দাঁড়াবে পারুল। সম্প্রতি প্রকাশ্যে আসা ধারাবাহিকের প্রোমো বলছে সেই কথাই। দেখা যাচ্ছে, তুর্য দাদুর ছবিতে কালি ছিটিয়ে দেয়। প্রতিশোধের আগুন জ্বলে তার দু'চোখে। রায়ানের ক্ষতি করতে চায় সে। সেই মতো ফন্দি এঁটে রাতের অন্ধকারে রায়ানকে একা পেয়ে তাকে মারতে আসে তুর্য। বন্দুক তাক করে রায়ানের দিকে। কিন্তু হঠাৎই সামনে এসে পড়ে পারুল। রায়ানকে বাঁচাতে গিয়ে কি এবার নিজের প্রাণ দেবে সে? নাকি ঘটবে অন্য কোনও দুর্ঘটনা?
