নিজস্ব সংবাদদাতা: শুরু থেকেই টিআরপি তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা ধরে নিয়েছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। 'অপু-আর্য'র কেমিস্ট্রি মন কাড়ছে দর্শকের। 

 

 

 

 

কিছুদিন আগে অপুর মায়ের কথায় নিজে উদ্যোগী হয়ে নায়িকার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল আর্য। কিন্তু সেই বিয়েও ভেঙেছে। সেই গল্প দেখানোর পরেই দর্শকের ধারণা হয়েছিল এই বুঝি তা হলে নায়ক-নায়িকার প্রেম জমল বলে। কিন্তু এত সহজে কি নায়ক-নায়িকার মিল হয়? 

 

 

 

 

এদিকে, মীরা যে কোনও না কোনও ভাবে প্যাঁচে ফেলার চেষ্টা করবে নায়িকাকে, সেটা গত কয়েকটি পর্বেই স্পষ্ট হয়েছে। কিন্তু অপু জানে কী ভাবে পরিস্থিতি সামলে ওঠা যায়। সব দিক সামাল দিতে গিয়ে নিজের মনের কথাকে আর গুরুত্ব দেওয়া হয় না তার। অন্যদিকে, আর্যও একটু একটু করে ভালবেসে ফেলে অপুকে। কিন্তু মুখে স্বীকার করে না। 

 

 

 

 

আর্যর মুখে ভালবাসার কথা শুনবে বলে অপেক্ষা করতে থাকে অপর্ণা। শেষমেশ সেই সুদিন এল। সম্প্রতি, প্রকাশ্যে আসা প্রোমোয় দেখা যাচ্ছে ঘুমন্ত অপুকে নিজের মনের সব কথা জানিয়ে দেয় আর্য। এতদিন ভালবাসার কথা বলতে না পারায়, আবেগে তার চোখে জল আসে। সে ভাবে, অপু সবে বড় হচ্ছে, আর তার বার্ধক্য আসছে। কীভাবে অপুকে নিয়ে সংসার করবে সে? ভালবাসায় যে দায়িত্ব নিতে হয়! কীভাবে পারবে সবটা সামাল দিতে? আর্যর কথা শুনে ফেলে অপর্ণা। এবার কি আর্যকে সাহস জোগাবে সে? কোন দিকে এগোবে দু'জনের সম্পর্ক?