আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক অশান্তি মেটাতে খোদ মুখ্যমন্ত্রীর সচিব সেজে জামাইবাবুকে হুমকি! ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে শ্যালকের এই কীর্তিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তবে শেষ রক্ষা হল না। শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন ওই ব্যক্তি।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ১৫ ডিসেম্বর। খামতারাইয়ের বাসিন্দা চিন্তামণি পাণ্ডাকে এক ব্যক্তি ফোন করেন। ফোন করে নিজেকে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের বিশেষ সচিব রবি মিশ্র বলে পরিচয় দেন। জানা গিয়েছে, বেশ দাপটের সঙ্গেই ফোনের ওপার থেকে নির্দেশ আসে, "স্ত্রীর সঙ্গে মিটমাট করে ঘরে নাও, না হলে ফল ভালো হবে না। তোমার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।" কিন্তু ওই ব্যক্তির গলার স্বরে সন্দেহ হওয়ায় চিন্তামণি তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফোনটি মুখ্যমন্ত্রী দপ্তরের কেউ করেননি। সাইবার সেলের সাহায্য নিয়ে পুলিশ দ্রুত অখিলেশ সিংহ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। জেরায় অখিলেশ জানান, চিন্তামণির স্ত্রী তাঁর পাতানো বোন। বোনের ভাঙা সংসার জোড়া লাগাতেই তিনি মুখ্যমন্ত্রীর সচিব সেজে তাঁর স্বামীকে ভয় দেখাতে চেয়েছিলেন। ভেবেছিলেন, বড় পদের দাপট দেখালে জামাইবাবু চাপে পড়ে বোনকে ফিরিয়ে নেবেন। কিন্তু সেই ফন্দি হিতে বিপরীত হল।

ঘটনার জেরে অভিযুক্ত অখিলেশ সিংহকে গ্রেপ্তার করে পুলিশ৷ একইসঙ্গে তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে সিভিল লাইন্স থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।