নিজস্ব সংবাদদাতা: টিআরপিতে বরাবরই ভাল ফল করে স্টার জলসার 'শুভ বিবাহ'। শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। জীবনে ভালবাসাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার গল্প বলছে এই মেগা। সুধা ও তেজের সম্পর্কের রসায়ন যেন রোজ আরও মধুর হয়ে উঠছে।
একে অন্যের পাশে থাকার কথাই কেবল দেয়নি তারা, সেই কথা অক্ষরে অক্ষরে পালনও করছে। একের পর এক বাধা এলেও হাতে হাত ধরে সমস্ত বিপদ মোকাবিলা করছে তেজ-সুধা। কিছুদিন আগেই সুধার প্রাক্তন স্বামী সার্থক, তাদের সম্পর্কে ভাঙন ধরাতে উঠেপড়ে লেগেছিল। যদিও সেই চেষ্টা বিফলেই গিয়েছে তার।
এবার খুশির খবর বসু মল্লিক পরিবারে। সঙ্গে এল বিপদের আঁচও। মা হতে চলেছে সুধা। তবে জানা যায়, তেজ নাকি কখনও বাবা হতে পারবে না। তাহলে কার সন্তান বহন করছে সুধা? এই প্রশ্ন ওঠে পরিবারে। সন্দেহের বশে সুধার চরিত্র নিয়েও প্রশ্ন ওঠে। সে যে সার্থকের কাছে বন্দি ছিল, সেই সময় তাদের ঘনিষ্ঠতা নিয়েও ওঠে হাজার কথা। লজ্জায়, অপমানে জর্জরিত সুধা। তেজ না হলে, কার সন্তানের মা সে? আবারও কি নতুন চক্রান্তের শিকার তেজ-সুধা?
