নিজস্ব সংবাদদাতা: একসময় একটানা টিআরপি টপার ছিল স্টার জলসার ধারাবাহিক 'কথা'। যদিও বর্তমানে স্টার জলসার এই ধারাবাহিকের হাল বেশ খারাপ। পরপর কয়েক সপ্তাহ ধরে হারাচ্ছে স্লট। তবে এবার একেবারে জবরদস্ত ট্যুইস্ট সিরিয়ালে। দেখানো হয়েছে, বোমার আঘাতে প্রাণ হারিয়েছে ধারাবাহিকের নায়িকা কথা।
এদিকে, কথাকে হারিয়ে দিশেহারা এভি। শোক ভুলতে নিজেকে ডুবিয়ে দিয়েছে মদ্যপানে। কথার মৃত্যুটা মেনে নিতে পারেনি সে। তাই হয়ে উঠেছে একেবারে অন্য মানুষ। অন্যদিকে, কথাকে হারিয়ে ভাল নেই গুহ পরিবারের কেউই।
কথার মৃত্যু হলেও চমক দেয় বুলি। হুবহু কথার মতোই দেখতে সে। তবে স্বভাবে আকাশ-পাতাল ফারাক। সে শহরের বসতিতে থাকে। কিন্তু সেই যে আসল কথা, তা এখনও খোলসা নয়। বুলির বেশ ধরে যে কথাই দোষীদের শাস্তি দিতে এসেছে তা নিয়ে দর্শকের মধ্যে চর্চা চলছে বহুদিন ধরেই। এদিকে গুহ বাড়িতে এসে এভিকে একটু একটু করে আগের অবস্থায় ফিরিয়ে আনছে বুলি। তবে এর মধ্যেই ফের নতুন চমক ধারাবাহিকে।
গল্পের নতুন মোড়ে অনুরাগীদের আশঙ্কাই সত্যি হবে। প্রকাশ্যে আসা নতুন প্রোমোয় সব ধোঁয়াশা কাটিয়ে কথা এসে হাজির হয়। জানা যায়, একটি ভয়ঙ্কর বিষক্রিয়ার মুখে পড়েছে শহরবাসী। সেই বিষক্রিয়ার উৎস খুঁজতে পুলিশের স্পেশাল ডিপার্টমেন্টকে সাহায্য করছে কথা। সে জানায়, আর বুলির ছদ্মবেশে থাকতে পারছে না। এবার কথা হয়েই বাড়িতে ফিরতে চায় সে। এদিকে, এভিকে অজান্তেই 'পাচক মশাই' বলে ডেকে ফেলে কথা। কথা নিজের পরিচয় সামনে আনার আগেই কি এভি চিনতে পারবে তাকে?
