নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন চমকে রোজ দর্শকের মন জয় করছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'। যদিও এখন নতুন গল্পের জেরে টিআরপি-তে তেমনভাবে জায়গা পায়না এই মেগা। তবে সূর্য-দীপা ও তাদের দুই মেয়ে সোনা-রূপার গল্প দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা।
গল্পের নতুন মোড়ে, কুমারের প্রতিশোধ নিতে তার মেয়ে কুন্তলা ও নাতি রুডি উঠেপড়ে লেগেছে। সোনাকে বিয়ে করে বাড়িতে এনে তার উপর অত্যাচারও করছে তারা। কিন্তু নিজের জেদে বিয়ে করেছে বলে এখনও পর্যন্ত বাড়িতে কিছুই জানায়নি সোনা।
এদিকে জানা যায়, কৃষ্ণ রুডির সৎ ভাই। সোনাকে রুডির হাত থেকে রক্ষা করতে রূপা ও কৃষ্ণ বিয়ে করে। যাতে এক বাড়িতে থাকলে সবসময় চোখে চোখে থাকে সোনা। এদিকে, দীপার দুশ্চিন্তা কিছুতেই দূর হয় না। একটা অশনি সংকেত যেন সব সময় তাড়া করে বেড়ায় তাকে।
এবার জানা যাচ্ছে, ফের আলাদা হয়ে যাবে সূর্য-দীপার পথ। সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে এমনটাই। সূর্য স্বপ্ন দেখে দীপা তার থেকে দূরে সরে যাচ্ছে। চেষ্টা করেও কিছুতেই দীপার হাত ধরতে পারেনা সে। ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় সূর্যর। সঙ্গে সঙ্গে দীপাকে খুঁজতে শুরু করে সে। দীপা তড়িঘড়ি ঘরে এলে স্বপ্নের কথা তাকে জানায় সূর্য। দু'জনের চেহারায় ফুটে ওঠে আতঙ্কের ছাপ। তবে কি ফের নতুন বিপদ আসছে সেনগুপ্ত পরিবারে? সত্যিই চিরকালের মতো আলাদা হবে সূর্য-দীপার পথ?
