একসময় একটানা টিআরপি টপার ছিল স্টার জলসার ধারাবাহিক 'কথা'। যদিও বর্তমানে স্টার জলসার এই ধারাবাহিকের হাল বেশ খারাপ। পরপর কয়েক সপ্তাহ ধরে হারাচ্ছে স্লট। তবে এবার একেবারে জবরদস্ত টুইস্ট সিরিয়ালে।
গল্পের নিত্যনতুন মোড়ে বরাবরই চমক দেয় এই ধারাবাহিক। কথা ও এভির দুষ্টু-মিষ্টি রসায়ন নজর কাড়ে দর্শকের। বেশ ভালই চলছিল দু'জনের খুনসুটি। একসঙ্গে সমস্ত সমস্যার সমাধান করছিল তারা। এর মাঝেই হঠাৎই অসুস্থ হয়ে পড়ে কথা। মাঝেমধ্যেই মাথা ঘুরতে শুরু করে তার। প্রথমে এতটা গুরুত্ব না দিলেও এক সময় বাড়ির অন্যরা কথাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে বলে। বাড়িতেই ডাক্তার আসে। কথাকে পরীক্ষা করে জানায় যে, সে মা হতে চলেছে।
আরও পড়ুন: গঙ্গা বক্ষে অপর্ণাকে প্রেম নিবেদন করল আর্য! জড়িয়ে ধরল একে-অপরকে, তাদের মিল কি সত্যিই সুখের হবে?
ব্যাস! এভির আনন্দ আর দেখে কে? সন্তান আসার আনন্দে তো প্রায় পাগল হয়ে গিয়েছে সে। নিজেই যেন বাচ্চা হয়ে গিয়েছে। কথার প্রতি তার যত্ন আরও বেড়ে গিয়েছে। এই খুশির খবরে গুহ পরিবারের সবাই দারুণ খুশি। এর মধ্যে খবর পেয়ে খুশির বন্যা বয়ে গিয়েছে দর্শক মহলেও। অনুরাগীদের প্রিয় কথা-এভির সংসারে নতুন সদস্য আসায় সমাজমাধ্যমে নেটিজেনদের উৎসাহ দেখার মতো। তাঁরাও যেন পর্দার এই জুটির আনন্দে নিজেদের সামিল করেছেন।
তবে মা হতে গিয়ে বেজায় বিপদে পড়ে কথা। চিত্রা চক্রান্ত করে তার সদ্যজাত ছেলেকে চুরি করে। সন্তানকে জন্ম দিয়ে চোখের দেখাও দেখতে পায় না কথা। তবে মনে জোর রাখে। এভিও সন্তানকে খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে। এরপর তারা জানতে পারে আসল দোষীর পরিচয়।

চিত্রাই যে এই কাণ্ড ঘটিয়েছে, তা হাতেনাতে প্রমাণ পায় তারা। কথা-এভি পুলিশের হাতে তুলে দেয় চিত্রাকে। পরিবার বিপদমুক্ত হতেই গোপাল পুজোর আয়োজন করে কথা। ভগবানের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করতে থাকে। কথার এই কষ্ট কিছুতেই আর সহ্য করতে পারে না এভি। সে একটি ছোট্ট শিশুকে দত্তক নিয়ে আসে। কথার কোলে ওই সদ্যজাতকে দিয়ে যে এই তাদের হারিয়ে যাওয়া সন্তান।
খুশিতে চোখে জল আসে কথার। তবে এখানেই শেষ নয়। চমক তো বাকি! যখন ওই সদ্যজাতকে আদরে আগলে নেয় কথা, ঠিক তখনই এভির কাছে প্যাটির ফোন আসে। প্যাটির ফোন পেয়ে এক নিমেষে সমস্ত খুশি মলিন হয়ে যায় এভির। প্যাটি কী এমন বলেছে এভিকে?

আসলে প্যাটি তো পুলিশ। সে তদন্ত করছিল কথা-এভির সন্তান নিখোঁজ হওয়ার ঘটনার। এবার সে সন্ধান পেয়েছে ওই সদ্যজাতের। এই কথা এভিকে জানাতেই তো তার মাথায় হাত পড়েছে। কারণ, সে কথাকে খুশি করতে দত্তক নিয়েছে। এবার কথার আসল ছেলের পরিচয় সামনে এলে কী হবে? কথা কি ভুল বুঝবে তাকে? এই প্রশ্ন চলে এভির মনে। কী হতে চলেছে ধারাবাহিকের নতুন মোড়ে? তা দেখার জন্য অপেক্ষায় আছেন দর্শক।
গল্পে তাহলে আসবে বিরাট বদল। এমনকী বড়সড় লিপ আসতে পারে এই ধারাবাহিকে। সাধারণত মেগায় নায়ক-নায়িকার ঘরে নতুন সদস্য আসলে এগিয়ে যায় গল্প। এক্ষেত্রেও 'কথা'র গল্পে কি আসবে পরিবর্তন? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, কথার এই মা হওয়া নিয়েও চিন্তিত অনেক অনুরাগীরা। কারণ, তাঁদের মতে হয়তো গল্পে টুইস্ট আনার জন্য কথার এই মাতৃত্বকে ভিন্নভাবে দেখানো হবে। তবে এখনই এই বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি।
