জি বাংলার 'পরিণীতা'য় আসছে বিরাট চমক। এবার সামনে আসবে রায়ানের প্রেমিকা। বড়দিনেই পারুলের চোখের সামনে কোন সত্যি উন্মোচন হতে চলেছে? সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, বড়দিনে বাড়িতেই একটা পার্টির আয়োজন করেছে পারুল-রায়ানরা। সেখানে গিটার বাজাতে দেখা যায় রায়ানকে। রায়ানের দিকে চোখ পড়তেই পারুল দেখে রায়ানের হাতে একটা নতুন ঘড়ি। 

 

ঘড়িটা দেখেই পারুলের সন্দেহ হয় যে, এই ঘড়ি হয়তো মহুল দিয়েছে। রায়ানকে সেই কথা জিজ্ঞেস করতেই মুখে কিছু না বলে সে বুঝিয়ে দেয় পারুলের সন্দেহই ঠিক। পারুল আরও রেগে যায়। সে ভাবে সান্তাক্লজের ছদ্মবেশে মহুল হয়তো এই বাড়িতে এসেছে। তাই তাকে দেখতে মরিয়া হয়ে ওঠে পারুল। পারুলের এই কাণ্ড দেখে মনে মনে মজা পায় রায়ান। 

 


এবার কি সামনে আসবে মহুলের পরিচয়? প্রোমো দেখে এখন দর্শকের মনে একটাই প্রশ্ন, এই চরিত্রে কাকে দেখা যেতে চলেছে? গল্পে কি এবার এন্ট্রি নিতে চলেছেন কোনও নতুন নায়িকা? টলিপাড়ার অন্দরের খবর, ইতিমধ্যেই নাকি এই চরিত্রের জন্য অভিনেত্রী বাছাই পর্ব চলছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই। কিন্তু খুব তাড়াতাড়িই এই চরিত্রেকে পর্দায় দেখতে পাবেন দর্শক, এমনটাই আশা করা যাচ্ছে। 

 

এই ধারাবাহিক অল্প দিনেই মন জয় করেছে দর্শকের। পারুল-রায়ানের গল্পের নিত্যনতুন মোড় দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। এদিকে, শত চেষ্টা করেও কিছুতেই ভাব জমে না পারুল-রায়ানের। পারুলকে স্ত্রী হিসাবে মেনে নেয় না রায়ান। কিন্তু পরিবারের বিপদে একে অপরের সঙ্গে জোট বাঁধতে ভোলে না। শ্বশুরবাড়িতে এসে অনেক অপমানের শিকার হলেও নিজের বুদ্ধিতে বাজিমাত করেছে পারুল।

 


এভাবে গল্প এগোলেও মাঝে পারুল ও রায়ানের রোমান্টিক দৃশ্যও নজর কেড়েছে দর্শকের। দু'জন কাছাকাছি এসেও আবারও দূরে সরে যায়। এবার গল্পে আসছে নতুন চরিত্র। তাঁকে কীভাবে দর্শক গ্রহণ করেন এখন সেটাই দেখার। পারুল-রায়ানের দূরত্ব ঘুচে গিয়ে যাতে তাদের মিল হয়, সেটাই চান অনুরাগীরা। তাই গল্পের নতুন মোড়ে ঠিক কী হবে, সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক মহল।