সংবাদসংস্থা মুম্বই: 'বিগ বস'-এর নতুন সিজনের জন্য অপেক্ষায় থাকেন দর্শক। নতুন প্রতিযোগীদের দ্বন্দ্ব, নতুন খেলা, নতুন নিয়ম সব মিলিয়ে আরও জমজমাট হতে চলেছে 'বিগ বস ১৯'। প্রথমে শোনা গিয়েছিল এই সিজনের সঞ্চালকের ভূমিকায় নাকি দেখা যাবে না সলমন খানকে। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন 'ভাইজান'। 'বিগ বস'-এর নতুন সিজনের সঞ্চালকের দায়িত্ব সামলাবেন তিনিই।
আগামী ৩ আগস্ট থেকেই শুরু হবে টেলিভিশনের পর্দায় বিগবস নতুন সিজনের জার্নি, এমনটাই খবর। একইসঙ্গে পুরনো সিজনের নানা বিষয় ফিরিয়ে এনে এই শো আরও চমকপ্রদ করার ভাবনা রয়েছে শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থার তরফে। প্রতিবারের মতো এবারও এই শো এগোবে নতুন একটি থিমে। এবারের থিমের নাম হল 'রিওয়াইন্ড', অর্থাৎ পুণরায় শুরু।
একইসঙ্গে নাকি 'বিগ বস' শো এর পুরনো সিজনের তুলনায় দীর্ঘ হবে বলেই শোনা যাচ্ছে। প্রতিযোগীদের নামের দিকে চোখ রাখলেও মিলছে চমক। শোনা যাচ্ছে এই সিজনে নাকি প্রতিযোগীদের তালিকায় নাম রয়েছে রাজ কুন্দ্রা, ধিরাজ কাপুর, কৃষ্ণা সরফ, মুনমুন দত্ত, রাম কাপুর, গৌতমী কাপুর প্রমুখ।
