সংবাদসংস্থা মুম্বই:

১১ মিনিট টানা মারপিট!

সদ্য মুক্তি পেয়েছে রাজ এবং ডিকে পরিচালিত 'সিটাডেল: হানি বানি' ওয়েব সিরিজের ঝলক। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু। সম্প্রতি ছবির প্রচারে এসে বরুণ জানালেন ছবির ক্লাইম্যাক্সে একটা দারুণ অ্যাকশন দৃশ্য রয়েছে। কোনও 'কাট' ছাড়া একটানা টানা ১১ মিনিট সেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করে গিয়েছেন তিনি এবং সামান্থা।

 

 

জুতো নিয়ে বাড়াবাড়ি 

অভিনেতা হিসাবে ইতিমধ্যেই প্রশংসা কুড়নো শুরু করেছেন রাঘব জুয়াল।তবে সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হতেই ছি ছি করে উঠেছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে স্যুট-টাই পরে কোথাও যাচ্ছেন এই নৃত্যশিল্পী-অভিনেতা। আচমকা খুলে যায় তাঁর জুতোর ফিতে। এবং এরপর তাঁর ডাকে এক ব্যক্তি (সম্ভবত অভিনেতার অধীনস্থ কর্মচারী) এসে সেই জুতোর ফিতে বেঁধে দেন। এরপরেই রাঘবের শিষ্টাচার ও ভদ্রতা নিয়ে প্রশ্ন তুলেছে নেটপাড়ার একাংশ।

 

বিষ্ণোইদের প্রশংসায় পঞ্চমুখ বিবেক

ফরেস্টার প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে হত্যাযর দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং। সলমন খানকে প্রাণে মারার হুমকি দিয়েছেন বিষ্ণোই গ্যাং। এইমুহুর্তে বলিউড বেশ ত্রস্ত।তবে বিষ্ণোইদের প্রশংসা বিবেক ওবেরয়ের গলায়। ভাইরাল হওয়া পুরনো ভিডিওতে দেখা যাচ্ছে ভীষণ সমাজের প্রশংসায় ফেটে পড়ছেন বিবেক। জানাচ্ছেন, কীভাবে কৃষ্ণসার হরিণদের নিজের সন্তানসম ভালোবাসেন বিষ্ণোইরা। বিবেক আরও জানান, প্রয়োজনে কৃষ্ণসার হরিণদের লালন পালন করে বড় করে তোলেন তারা। 

প্রসঙ্গত, সলমন খানের সঙ্গে বিবেকের কুখ্যাত ঝামেলা সর্বজনবিদিত। আজও বিবেকের মুখ দেখেন না 'টাইগার'। 

আর ওই প্রবাদটা কে না জানে, 'বাঘের শত্রু ষাঁড়ের বন্ধু'।