সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

আসছে 'হাসিন দিলরুবা'র সিক্যুয়েল 

২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল 'হাসিন দিলরুবা'। বিনিল ম্যাথিউয়ের পরিচালনায় এই ওটিটি ছবির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাপসী পান্নু,বিক্রান্ত ম্যাসি এবং হর্ষবর্ধন রানে। জ্বালাপুর নামের একটি ছোট শহরের বাড়ির অন্দরের কাহিনি বলে 'হাসিন দিলরুবা'।এই থ্রিলার-ডামার মান সম্পর্কে প্রশ্ন উঠলেও তাপসী এবং বিক্রান্তের অভিনয় তারিফ কুড়িয়েছিল। এবার আসছে এই ওটিটি ছবির সিক্যুয়েল 'ফির আয়ি হাসিন দিলরুবা'। আগামী ৯ আগস্ট ওটিটিতেই স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব ছবির। এবারও যে মুখ্য চরিত্রে তাপসী এবং বিক্রান্তকে দেখা যাবে তা বলাই বাহুল্য।

আম্বানির বিয়েতে বোম মারার হুমকি, গ্রেফতার ইঞ্জিনিয়ার

সদ্য চারহাত এক করলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। চোখধাঁধানো সেই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশ্বের তাবড় তাবড় সব রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং জনপ্রিয় তারকারা। মুকেশ ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্রের বিয়ের অনুষ্ঠানে বোম মারার হুমকি দেওয়া হয়েছিল সমাজমাধ্যমে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। ১৬ জুলাই, মঙ্গলবার গুজরাতের বরোদার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ৩২ বছর বয়সী ওই যুবক পেশায় একজন ইঞ্জিনিয়ার।

শাহরুখ-পুত্রের ভদ্রতার গপ্পো 

ফের খবরের শিরোনামে নৃত্যশিল্পী তথা অভিনেতা রাঘব জুয়াল। তবে এবারের কারণ শেহনাজ গিলের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের রসায়নের জন্য‌ নয় কিন্তু। বরং আরিয়ান খানকে নিয়ে তাঁর করা মন্তব্যের জন্যই চর্চায় 'কিল' ছবির অভিনেতা।
সম্প্রতি, 'কিল' ছবি দেখতে হাজির হয়েছিলেন শাহরুখ-পুত্র। প্রেক্ষাগৃহে আরিয়ানের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটান রাঘব। এক সাক্ষাৎকারে তিনি এ প্রসঙ্গে বলেন, "শাহরুখের মতোই অত্যন্ত ভদ্র আরিয়ান। আপনি যদি ওঁর বাড়িতে অতিথি হিসাবে যান বেরোনোর সময় গেট পর্যন্ত নিজে এগিয়ে আসবে আরিয়ান। স্বভাবেও ভীষণ নম্র"।