সংবাদ সংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারা দিনের গরমাগরম খবর কী?
পিরিয়ড থ্রিলারে শাহিদ- রানা!
ইতিহাসের বীর যোদ্ধা ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্রে এবার দেখা যাবে শাহিদ কাপুরকে। 'ও মাই গড ২' পরিচালক অমিত রায় অনেকদিন আগেই এই ছবির ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সুখবর প্রকাশ্যে। এই ছবিতে ঔরঙ্গজেবের চরিত্র দেখা যাবে দক্ষিণী অভিনেতা রানা ডগ্গুবতিকে। তবে এটি কোনও বায়োপিক নয়। সূত্রের খবর, থ্রিলার ধর্মী এই পিরিয়ড ড্রামাটির শুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকেই।
চড়কান্ডে কঙ্গনার পাশে কে?
গতকাল থেকেই বলিউড তোলপাড়। বিমানবন্দরে বেফাঁস মন্তব্য করে সিআইএসএফ জওয়ানের কাছে কষিয়ে থাপ্পড় খেয়েছেন কঙ্গনা রানাওয়াত। এই ঘটনাকে কেন্দ্র করে দু'ভাগ হয়েছে বলিউড। অনেকেই যখন কটাক্ষ করছেন অভিনেত্রীর আচরণ নিয়ে। তাঁর পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেত্রী শবানা আজমি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন, তাঁর আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত হয়নি। শবানার কথায়, "অনেকেই চড় নিয়ে সেলিব্রেশনে মেতেছেন। আমি সেই দলে যোগ দিতে চাইছি না। মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেন, তবে আমরা কেউই সুরক্ষিত নই।"
মুম্বইয়ে শাহী বাংলো তৃপ্তির!
১৪ কোটি টাকা খরচা করে ঝাঁ চকচকে বাংলো কিনলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের কাছে কার্টার রোডের ধারে বিলাসবহুল দোতলা বাংলোর জন্য প্রায় ৭০ লাখ টাকার স্ট্যাম্প ডিউটি দিয়েছেন অভিনেত্রী। ২২২৬ স্কোয়্যার ফিটের এই বাংলো ফার্নান্ডেজ দম্পতির কাছ থেকে কিনেছেন তিনি।
পিরিয়ড থ্রিলারে শাহিদ- রানা!
ইতিহাসের বীর যোদ্ধা ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্রে এবার দেখা যাবে শাহিদ কাপুরকে। 'ও মাই গড ২' পরিচালক অমিত রায় অনেকদিন আগেই এই ছবির ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সুখবর প্রকাশ্যে। এই ছবিতে ঔরঙ্গজেবের চরিত্র দেখা যাবে দক্ষিণী অভিনেতা রানা ডগ্গুবতিকে। তবে এটি কোনও বায়োপিক নয়। সূত্রের খবর, থ্রিলার ধর্মী এই পিরিয়ড ড্রামাটির শুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকেই।
চড়কান্ডে কঙ্গনার পাশে কে?
গতকাল থেকেই বলিউড তোলপাড়। বিমানবন্দরে বেফাঁস মন্তব্য করে সিআইএসএফ জওয়ানের কাছে কষিয়ে থাপ্পড় খেয়েছেন কঙ্গনা রানাওয়াত। এই ঘটনাকে কেন্দ্র করে দু'ভাগ হয়েছে বলিউড। অনেকেই যখন কটাক্ষ করছেন অভিনেত্রীর আচরণ নিয়ে। তাঁর পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেত্রী শবানা আজমি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন, তাঁর আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত হয়নি। শবানার কথায়, "অনেকেই চড় নিয়ে সেলিব্রেশনে মেতেছেন। আমি সেই দলে যোগ দিতে চাইছি না। মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেন, তবে আমরা কেউই সুরক্ষিত নই।"
মুম্বইয়ে শাহী বাংলো তৃপ্তির!
১৪ কোটি টাকা খরচা করে ঝাঁ চকচকে বাংলো কিনলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের কাছে কার্টার রোডের ধারে বিলাসবহুল দোতলা বাংলোর জন্য প্রায় ৭০ লাখ টাকার স্ট্যাম্প ডিউটি দিয়েছেন অভিনেত্রী। ২২২৬ স্কোয়্যার ফিটের এই বাংলো ফার্নান্ডেজ দম্পতির কাছ থেকে কিনেছেন তিনি।
