সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

‘আম’ শাহরুখ
তিনি বলিউডের ‘বাদশা’। ৩০ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলা মহাতারকা। তবু শাহরুখ খান যেন আমজনতারই এক জন। সম্প্রতি আন্তর্জাতিক উড়ান ধরতে মুম্বই বিমানবন্দরে ঢোকার সময়ে অভিনেতাকে দেখা গেল পাসপোর্ট হাতে। আর পাঁচ জন সাধারণ মানুষের মতোই গেটে থাকা নিরাপত্তারক্ষীর সামনে এসে বাড়িয়ে দিলেন পাসপোর্ট। সেই রক্ষী তো বটেই, ভিড় করে আসা ভক্তকুল, চারপাশের আমজনতা নিমেষে ভাসলেন মুগ্ধতায়। 

জনি-ভক্ত রণবীর
জনি ডেপের পরম ভক্ত রণবীর সিং। সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে আইডলের সামনেই নিজমুখে বললেন সে কথা। ওই চলচ্চিত্র উৎসবের তৃতীয় বছরে এবার পুরস্কৃত রণবীর। সেই পুরস্কার তাঁর হাতে তুলে দিয়েছেন স্বয়ং ‘বেসিক ইনস্টিংক্ট’-এর নায়িকা শ্যারন স্টোন। সেখানেই দর্শকাসনে ছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি। পুরস্কার নিয়ে শ্যারনকে ধন্যবাদ জানানোর জনিকে সামনে পেয়ে বিহ্বল রণবীর বলেন, “এক মুহূর্ত স্ক্রিপ্টের বাইরে যেতে হচ্ছে। সামনে যিনি বসে, তিনি সেই এডওয়ার্ড সিজার্সহুড-এর সময় থেকে আমার অনুপ্রেরণা। ধন্যবাদ স্যর, আপনি জানেনই না, আমি কত কী শিখেছি আপনার কাছে!”

যুগলে ধরা
বিয়ের অনুষ্ঠান মিটতেই যুগলে ধরা দিলেন নবদম্পতি। রণদীপ হুডা এবং লিন লাইশরাম। ইম্ফলে মহাভারতের থিমে বিয়ে সেরেছেন বলিউড অভিনেতা। সোশ্যাল মিডিয়া মণিপুরী পোশাকে দু’জনকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। তার পরেই সরাসরি সাধারণ পোশাকে দেখা দিলেন দু’জনে। বৃহস্পতিবার রাতেই মুম্বই বিমানবন্দরে দেখা গেল রণদীপ-লিনকে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই বলিউডে বিয়ের পার্টি দেবেন অভিনেতা।

ক্যাটরিনার কথা
বিয়ের পর কতটা বদলেছে তাঁর জীবন? নতুন ছবি ‘স্যাম বাহাদুর’-এর প্রচারে এমনই প্রশ্ন করা হয়েছিল ভিকি কৌশলকে। ভিকির উত্তরে আবেগে ভাসল ভক্তকুল। কী বলেছেন অভিনেতা? ভিকির কথায়, “আমি বরাবরই ভাল শ্রোতা। এখন তো এ ব্যাপারে আমায় টেক্কা দিতে পারবে না কেউ। এটা হয়েছে কারণ ক্যাটরিনা কথা বলতে ভীষণ ভালবাসে। আর আমিও ততটাই ভালবাসি ওর কথা শুনতে।“