সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

কার্তিকের জন্য কাঁদলেন সাবানা

কার্তিক আরিয়ান-এর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'চন্দু চ্যাম্পিয়ন'-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন জাভেদ আখতার ও সাবানা আজমি। ছবিটি দেখে হল থেকে বেরিয়ে আসার সময় মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবানা জানান, ছবিটি তাঁর খুব ভাল লেগেছে। অনেকদিন পর কবীর খান পরিচালিত ছবি তিনি দেখছেন তাই ভাললাগাটা আরও বিশেষ। কার্তিকের অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, "ছবিটি দেখতে দেখতে কেঁদে ফেলেছি আমি এত ভাল লেগেছে।"

বিশ্বের দরবারে শাহরুখ-তাপসী

রাজকুমার হিরানি পরিচালিত ছবি 'ডাঙ্কি'তে দর্শক প্রথমবার পেয়েছিলেন শাহরুখ-তাপসীর জুটিকে। এক সাধারণ গল্পের অসাধারণ ভূমিকা ফুটে উঠেছিল এই ছবিতে। 'ডাঙ্কি'তে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ভিকি কৌশলও। এবার ছবির জন্য এল বড় সুখবর। সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (এসআইএফএফ) থেকে 'ডাঙ্কি'র স্ক্রিনিংয়ের জন্য একটি আমন্ত্রণ পেলেন পরিচালক। বিশ্বের দরবারে আরও একবার নিজের কাজ নিয়ে পৌঁছলেন শাহরুখ খান।

স্পষ্টবাদী হয়ে বিপাকে স্বরা

বলিউডে চর্চিত অভিনেত্রীদের মধ্যে স্বরা ভাস্কর-এর নাম উঠে আসে। স্বরার বক্তব্য মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসে। স্পষ্টবাদী স্বভাবের জন্য পরিচিত স্বরা। কিন্তু তাঁর এই স্বভাবের জন্যই বিপদের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরা জানান, স্পষ্ট কথা বলার জন্য অনেকের চোখে খারাপ হয়ে যান তিনি। এর ফলে কাজেও প্রভাব পড়ে তাঁর। অনেক পরিচালক, প্রযোজক তাঁর এই স্বভাবের জন্য তাঁকে ভাল কাজ থেকে বঞ্চিত করেন।