টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
‘ময়দান’ আসছে...
একাধিক বার ছবিমুক্তির তারিখ ঘোষণা হয়েছে। একাধিক বার সেই তারিখে মুক্তি পায়নি অজয় দেবগন অভিনীত ‘ময়দান’। বলিউড বলছে, বনি কাপুর প্রযোজিত ছবিটি অবশেষে মুক্তির তারিখ স্থির হয়েছে। আর কোনও সমস্যা না তৈরি হলে ইদে মুক্তি পেতে চলেছে ছবিটি। এখবর, বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সপ্তাহের প্রথম দিন সোমবার টুইট (বর্তমান এক্স) করে জানিয়েছেন। ছবিতে অজয় ছাড়াও অভিনয় করেছেন গজরাজ রাও, রুদ্রনীল ঘোষ, প্রিয়মণি প্রমুখ।
নীল ছবি থেকে রেস্তোরাঁ
আস্তে আস্তে আকাশ ছুঁয়ে ফেলছেন সানি লিওনি। নীল ছবির তারকার তকমা অতীত। বলিউডের বাণিজ্যিক ধারার ছবিতে প্রথমে নিজেকে প্রমাণ করেছেন। তারপর অভিনয় করেছেন সমান্তরাল ছবিতে। তালিকায় অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’। তাঁর নিজস্ব প্রসাধনী সংস্থাও রয়েছে। নতুন বছরে আরও একধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী। এবার তিনি রেস্তোরাঁর মালিক। নয়ডাতে সানি তাঁর স্বপ্নের রেস্তোরাঁ খুললেন। ইচ্ছে, সারা দেশে তাকে ছড়িয়ে দেওয়ার।
‘ইনসাল্লাহ’ না ‘বৈজু বাওরা’?
পরের ছবি পরিচালনার আগেই গুঞ্জন ছড়িয়ে দিলেন সঞ্জয়লীলা ভনশালি। ‘হীরামণ্ডি’র কাজ প্রায় শেষের পথে। পরের ছবি নিয়ে হাল্কা আভাস দিলেন পরিচালক। জানালেন তাঁর আগামী ছবি তারকাখচিত। সেটা কমবেশি তাঁর সব ছবিই। সঞ্জয় মুখ খুলতেই আলোচনা শুরু, সেটা ‘বৈজু বাওরা’ না ‘ইনসাল্লাহ’? প্রথম ছবিটি হলে তাতে রণবীর সিং-সহ একাধিক তারকার জমায়েত। দ্বিতীয় ছবিতে সলমন খান-আলিয়া ভাটের জুটি বাঁধার কথা।
‘ময়দান’ আসছে...
একাধিক বার ছবিমুক্তির তারিখ ঘোষণা হয়েছে। একাধিক বার সেই তারিখে মুক্তি পায়নি অজয় দেবগন অভিনীত ‘ময়দান’। বলিউড বলছে, বনি কাপুর প্রযোজিত ছবিটি অবশেষে মুক্তির তারিখ স্থির হয়েছে। আর কোনও সমস্যা না তৈরি হলে ইদে মুক্তি পেতে চলেছে ছবিটি। এখবর, বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সপ্তাহের প্রথম দিন সোমবার টুইট (বর্তমান এক্স) করে জানিয়েছেন। ছবিতে অজয় ছাড়াও অভিনয় করেছেন গজরাজ রাও, রুদ্রনীল ঘোষ, প্রিয়মণি প্রমুখ।
নীল ছবি থেকে রেস্তোরাঁ
আস্তে আস্তে আকাশ ছুঁয়ে ফেলছেন সানি লিওনি। নীল ছবির তারকার তকমা অতীত। বলিউডের বাণিজ্যিক ধারার ছবিতে প্রথমে নিজেকে প্রমাণ করেছেন। তারপর অভিনয় করেছেন সমান্তরাল ছবিতে। তালিকায় অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’। তাঁর নিজস্ব প্রসাধনী সংস্থাও রয়েছে। নতুন বছরে আরও একধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী। এবার তিনি রেস্তোরাঁর মালিক। নয়ডাতে সানি তাঁর স্বপ্নের রেস্তোরাঁ খুললেন। ইচ্ছে, সারা দেশে তাকে ছড়িয়ে দেওয়ার।
‘ইনসাল্লাহ’ না ‘বৈজু বাওরা’?
পরের ছবি পরিচালনার আগেই গুঞ্জন ছড়িয়ে দিলেন সঞ্জয়লীলা ভনশালি। ‘হীরামণ্ডি’র কাজ প্রায় শেষের পথে। পরের ছবি নিয়ে হাল্কা আভাস দিলেন পরিচালক। জানালেন তাঁর আগামী ছবি তারকাখচিত। সেটা কমবেশি তাঁর সব ছবিই। সঞ্জয় মুখ খুলতেই আলোচনা শুরু, সেটা ‘বৈজু বাওরা’ না ‘ইনসাল্লাহ’? প্রথম ছবিটি হলে তাতে রণবীর সিং-সহ একাধিক তারকার জমায়েত। দ্বিতীয় ছবিতে সলমন খান-আলিয়া ভাটের জুটি বাঁধার কথা।
