নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সেলিব্রিটি ফটোগ্রাফারের ভুয়ো পরিচয় দিয়ে একের পর এক যুবতীকে ধর্ষণের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়। ফটোগ্রাফার তথাগত ঘোষের নামে ভুয়ো নম্বর ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দুই যুবককে। পোর্টফোলিও তৈরি করা কিংবা ছবিতে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে আপত্তিকর ছবি তোলা এবং সেই ছবি দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

গোটা ঘটনায় স্তম্ভিত তথাগত নিজেও। আজকাল ডট ইনকে তথাগত বলেন, "এমন ঘটনা যে ঘটতে পারে তা স্বপ্নেও ভাবিনি।" তাঁর নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে শুনে কয়েকদিন আগেই যাদবপুর থানার দ্বারস্থ হন তথাগত। তারপরই কড়া ব্যবস্থা নেয় পুলিশ। গ্ল্যামার জগতে আসতে আগ্রহী তরুণীদের জন্য তথাগতর বার্তা, "দয়া করে সতর্ক থাকুন। এভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হয় না। কেউ একার ক্ষমতায় নায়িকা বানিয়ে দিতে পারেন না।" যাঁদের সরাসরি ছবির জগতের সঙ্গে যোগাযোগ নেই কিন্তু মডেল বা অভিনেত্রী হওয়ার ইচ্ছে আছে, তাঁদের ক্ষেত্রে বিপদ আরও বেশি বলে মনে করেন তথাগত। পাশাপাশি এই ধরনের প্রতারণা নিয়ে সচেতনতামূলক প্রচার করা উচিত বলেও মত তাঁর।

তথাগতর সঙ্গে অনেকটাই একমত আরেক সেলিব্রিটি চিত্রগ্রাহক সায়ন্তন দত্ত। তাঁর বক্তব্য, "অনেকেই গ্ল্যামার জগতের আকর্ষণে ভুল করে ফেলেন। যিনি আপনার ছবি তুলতে চাইছেন, আগে তার বিষয়ে ভাল করে খোঁজ খবর করুন, দরকার হলে গুগল কিংবা আসল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিন। ছবি তুলতে কোথাও যাওয়ার আগে সরাসরি কথা বলুন ফটোগ্রাফারের সঙ্গে। তাড়াহুড়ো করবেন না।"

বছর দেড়েক আগে কিছুটা একই ধরনের সমস্যায় পড়েছিলেন তারকা চিত্রগ্রাহক সোমনাথ রায়। যদিও সে যাত্রায় তৎক্ষণাৎ এক পরিচিত মানুষ চিত্রগ্রাহককে বিষয়টি জানান। সোমনাথ বলেন, "আমি রাত ১১ টার পর কারও সঙ্গে কথা বলি না। যাঁরা আমার সঙ্গে কাজ করেছেন তাঁরা বিষয়টি জানেন। ঘটনাচক্রে ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে গভীর রাতে কথাবার্তা বলা হচ্ছিল। তাই দেখেই কিছু মানুষের সন্দেহ হয়। তাঁরা আমাকে জানান। আমিও তৎক্ষণাৎ ব্যবস্থা নিই।" তবে এই ধরনের প্রতারণা এড়াতে গ্ল্যামার দুনিয়ায় আসতে ইচ্ছুক ব্যক্তিদেরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। "কেউ গভীর রাতে ছবি তুলতে হোটেলে ডাকলে, আপনি কেন সেই প্রস্তাবে সম্মত হবেন? আপত্তিকর ছবি তুলতে বললে কেন রাজি হবেন? নিজেকে সবার আগে সতর্ক হতে হবে।" বক্তব্য সোমনাথ রায়ের।