নিজস্ব সংবাদদাতাঃ 'বাংলা সেরা' হওয়ার দৌড়ে আবারও হাড্ডাহাড্ডি লড়াই। 'পরশুরাম' টেক্কা দিল নতুন-পুরনো সব মেগাকে। ৭.২ রেটিং পেয়ে এবারও প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে স্টার জলসার এই মেগা। গত সপ্তাহের থেকে পিছিয়ে দুইয়ে নেমে এসেছে 'ফুলকি'। প্রাপ্ত নম্বর ৭.০।
এবার টিআরপি-তে রয়েছে আরও চমক। তৃতীয় স্থানে দখল করেছে জি বাংলা ও স্টার জলসার তিন ধারাবাহিক। 'জগদ্ধাত্রী', ‘পরিণীতা’ এবং 'রাঙামতি তীরন্দাজ'। গল্পের নতুন মোড়ে একটুও জনপ্রিয়তা হারায়নি ‘জগদ্ধাত্রী’। সঙ্গে ‘পরিণীতা’র পারুল-রায়ানের সম্পর্কের রসায়নও জমে উঠেছে। টিআরপি-তে শুরুর দিন থেকে দারুণ ফল করছে ‘রাঙামতী তিরন্দাজ’ও। টান টান উত্তেজনার তিন ধারাবাহিকের ঝুলিতে ৬.৭ নম্বর।
গত সপ্তাহের চেয়ে এগিয়ে এসেছে ‘গৃহপ্রবেশ’। ৬.৩ পেয়ে চতু্র্থ হয়েছে জলসার এই ধারাবাহিক। পঞ্চমেও স্টার জলসার ধারাবাহিক। কমলিনীর জীবনে নতুন মোড় জমে উঠেছে। ৬.১ পেয়ে এই স্থানে রয়েছে 'চিরসখা'।
ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে 'কথা'। প্রাপ্ত নম্বর ৫.৯। টিআরপি-তে এবার ৫.৭ নম্বরে সপ্তমে রয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘রোশনাই’। অষ্টমে রয়েছে শ্যামলী-অনিকেতের 'কোন গোপনে মন ভেসেছে'। তাদের প্রাপ্ত নম্বর ৫.১। আগের তুলনায় সামান্য এগিয়ে নবম স্থানে 'চিরদিনই তুমি যে আমার'। ‘আর্য’ ও ‘অপর্ণা’র জুটি পেয়েছে ৫.০ নম্বর। ৪.৪ পেয়ে দশমে রয়েছে ‘মিত্তির বাড়ি’।
