নিজস্ব সংবাদদাতা: একের পর এক ধারাবাহিক বন্ধ আর শুরুর মুখে বড়সড় রদবদল দেখা গেল চলতি সপ্তাহের টিআরপি তালিকায়। বহুদিন পর নিজের জায়গা ফিরে পেল 'পর্ণা'। সবাইকে টেক্কা দিয়ে ৭.২ নম্বর পেয়ে 'বাংলা সেরা' তকমা পেল জি বাংলার 'নিম ফুলের মধু'।

'পর্ণা'র পরেই এই সপ্তাহে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০। আর তারপরেই টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। স্টার জলসার 'কথা'কে টেক্কা দিয়ে এই সপ্তাহে শ্যামলীর প্রাপ্ত নম্বর ৬.৭। মান পড়ে গিয়েছে 'কথা'র। চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। এই সপ্তাহে 'গোবর দেবী' ও 'এভি'র প্রাপ্ত নম্বর ৫.৯। ৫.৮ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার 'জগদ্ধাত্রী'। বহু চেষ্টা করেও দর্শকের মনে জায়গা করতে পারছে না 'জগদ্ধাত্রী' ও 'সয়ম্ভূ'র সম্পর্কের রসায়ন। টানটান উত্তেজনাপূর্ণ ধারাবাহিকের গল্পও আর আকর্ষণ করছে না দর্শককে।

ষষ্ঠ স্থানে রয়েছে 'গীতা এলএলবি', প্রাপ্ত নম্বর ৫.৭। চমক দিয়ে সপ্তমে স্টার জলসার নতুন মেগা 'শুভ বিবাহ'। প্রাপ্ত নম্বর‌ ৫.৪। ৫.৩ নম্বরে অষ্টম স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। ৫.০ নম্বর পেয়ে নবমে রয়েছে 'উড়ান'। দশম স্থানে 'রোশনাই', প্রাপ্ত নম্বর ৪.৯।