নিজস্ব সংবাদদাতা: নিজস্ব সংবাদদাতা: সবাইকে টেক্কা দিয়ে 'সেরার সেরা' শিরোপা পেল স্টার জলসার 'পরশুরাম'। শুরুর দিন থেকেই টিআরপিতে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এবার একেবারে 'বাংলা সেরা'র খেতাব জিতল। চলতি সপ্তাহে তৃণা-ইন্দ্রজিতের প্রাপ্ত নম্বর ৬.৪। 

 


দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। ৬.২ নম্বরে এই স্থানে জায়গা করে নিয়েছে 'পরিণীতা' ও 'জগদ্ধাত্রী'। চলতি সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে 'রাঙ্গামতি তীরন্দাজ'। নম্বর বেড়েছে এই মেগার। এবার 'একলব্য-রাঙ্গা'র প্রাপ্ত নম্বর ৬.১। 

 

চতুর্থ স্থানে 'ফুলকি'। গত সপ্তাহের তুলনায় আর একটু বেড়েছে এই ধারাবাহিকের নম্বর। পেয়েছে ৬.০। পঞ্চমে রয়েছে আদৃত-শুভলক্ষ্মীর গল্প। এই সপ্তাহে ৫.৩ নম্বর পেয়েছে 'গৃহপ্রবেশ'। ষষ্ঠ স্থানে রয়েছে 'চিরসখা'। ৫.১ নম্বরে এই স্থানে জায়গা করে নিয়েছে বৌঠান ও নতুন ঠাকুরপোর গল্প। সপ্তমে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। চলতি সপ্তাহে নতুন মোড়ে নম্বর বেড়েছে এই মেগার। সূর্য-দীপার ঝুলিতে এবার ৫.০।  

 


অষ্টমে জায়গা করে নিয়েছে পরপর তিন তিনটি ধারাবাহিক। ৪.৯ নম্বরে এই স্থানে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার', 'কথা' ও 'কোন গোপনে মন ভেসেছে'। নবমে ৪.১‌ নম্বরে রয়েছে 'রোশনাই'। ৩.৮ নম্বরে দশমে রয়েছে 'মিত্তির বাড়ি'। 

 


প্রসঙ্গত, গল্পে একের পর এক টুইস্ট এনেও নিজের হারানো জায়গা ফিরে পাচ্ছে না 'কথা'। একটু একটু করে দর কমেছে কথা-অগ্নির কেমিস্ট্রির। যদিও হাল ছাড়েনি তারা। প্রতি সপ্তাহে চলছে টিকে থাকার লড়াই।