নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপির 'ফার্স্ট গার্ল' এখন 'পরিণীতা'। এই সপ্তাহেও ৭.২ নম্বরে 'বাংলা সেরা'র খেতাব জিতল 'পারুল-রায়ান'-এর গল্প। দ্বিতীয় স্থানে নম্বর বাড়িয়ে রয়েছে 'জগদ্বাত্রী'। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৬.৫। 'ফুলকি-রোহিত'-এর প্রেম উপচে পড়ছে এখন। এই সপ্তাহে ৬.৪ পেয়ে তিন নম্বরে জায়গা করেছে 'ফুলকি'।
 

 

'রাঙা'কে সব বিপদের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে 'একলব্য'। চলতি সপ্তাহে তাদের জায়গা হয়েছে চতুর্থ স্থানে। প্রাপ্ত নম্বর ৬.৩। পঞ্চমে রয়েছে স্টার জলসার 'গীতা এলএলবি'। এই সপ্তাহে খানিকটা নম্বর কমেছে এই মেগার। প্রাপ্ত নম্বর ৬.২।

 

এবারও জায়গা হারিয়ে ষষ্ঠ স্থানে স্টার জলসার 'কথা'। প্রথম পাঁচেও জায়গা পেল না এই মেগা। 'কথা'র সঙ্গে যৌথভাবে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.১।

 


সপ্তমে ৫.৭ নম্বর পেয়ে রয়েছে 'উড়ান'। অষ্টমে 'চিরসখা'। নম্বর বেড়ে এই মেগার ঝুলিতে রয়েছে ৫.২। নবমে রয়েছে 'মিত্তির বাড়ি'‌। এই সপ্তাহে 'ধ্রুব-জোনাকি'র জুটি পেল ৫.১। দশমে রয়েছে 'গৃহপ্রবেশ' ও 'দুগ্গামণি ও বাঘমামা'। শুরুতেই টিআরপিতে জায়গা করলেন মানালি মনীষা দে। 'গৃহপ্রবেশ'-এর সঙ্গে যৌথভাবে পেয়েছেন ৫.০। 

 

দর্শকদের মনোরঞ্জনের জন্য‌ প্রতিটা গল্পে আসছে নতুন চমক। এদিকে পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। এদিকে, শুরু হয়েছে তিন তিনটি মেগা 'তুই আমার হিরো', 'চিরদিনই তুমি যে আমার' ও 'পরশুরাম'।