নিজস্ব সংবাদদাতা: পরপর ১১ সপ্তাহ ধরে 'বাংলা সেরা'র তকমা জিতল 'রায়ান-পারুল'-এর গল্প 'পরিণীতা'। প্রাপ্ত নম্বর ৭.২। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। প্রাপ্ত নম্বর ৬.৮। গল্পের মোড়ে নতুন চমক যে দর্শকের মনে ধরেছে তা বলাই বাহুল্য। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার 'ফুলকি'। এই সপ্তাহে 'ফুলকি-রোহিত'-এর ঝুলিতে ৬.৬।
চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক। ৬.৩ নম্বরে এই স্থানে রয়েছে 'রাঙ্গামতি তীরন্দাজ' ও নতুন শুরু হওয়া মেগা 'পরশুরাম'। পঞ্চমেও যৌথভাবে রয়েছে দুই মেগা। 'কথা' ও 'কোন গোপনে মন ভেসেছে'-এর প্রাপ্ত নম্বর ৫.৯। সপ্তমে রয়েছে সদ্য শুরু হওয়া আরও একটি মেগা 'চিরদিনই তুমি যে আমার'। প্রাপ্ত নম্বর ৫.৭।
অষ্টমে ৫.২ নম্বর পেয়ে রয়েছে 'চিরসখা'। নবমে যৌথভাবে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'রোশনাই'। দুই মেগার প্রাপ্ত নম্বর ৫.২। দশমে ৪.৭ নম্বরে পেয়ে রয়েছে 'মিত্তির বাড়ি'। চলতি সপ্তাহে ধারাবাহিকের কম-বেশি নম্বর কমেছে। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনও মেগা একে অপরকে একটুও জায়গা ছাড়েনি।
