সংবাদ সংস্থা, মুম্বই: ছবি বাতিল করার ব্যাপারে তাঁর বেশ নাম ডাক রয়েছে। ছবিতে হিরোর প্রাধান্য একেবারেই মেনে নিতে চান না। তিনি বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বেশ কিছু ভাল ছবি দর্শকদের উপহার দেওয়ার সঙ্গেই কয়েকটি হিট ছবিতে অভিনয়ের সুযোগও প্রত্যাখ্যান করেছেন তিনি। তেমনই ২০১৬ সালের কঙ্গনার ছেড়ে আসা একটি ছবিতে পা গলিয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। যার হাত ধরে কেরিয়ারের অন্যতম হিট ছবি পান বিরাট কেহলির ঘরণী। 

সালমন খানের অন্যতম ব্লকবাস্টার ছবি ‘সুলতান’। নায়িকা ছিলেন অনুষ্কা শর্মা। যশ রাজ ফিল্মসের ওই ছবিটি ৬০০ কোটির বেশি আয় করেছিল। তবে পরিচালক আলি আব্বাস জাফরের ‘সুলতান’-এ প্রথমে অনুষ্কা নয়, নায়িকার ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পান কঙ্গনা রানাওয়াত। কিন্তু সেই প্রস্তাবে রাজি ছিলেন না বলিউডের ‘কুইন’। 

সুলতান’ ছবিতে সলমান খানের বিপরীতে কুস্তিবিদের ভূমিকায় অভিনয়ের জন্য ভাবা হয়েছিল কঙ্গনাকে। কিন্তু কেনই বা রাজি ছিলেন না কঙ্গনা? অভিনেত্রীর মতে, তাঁর চরিত্রটিকে ততটা জোরালো মনে হয়নি। শুধুই নায়কের পাশে পুতুল সেজে তিনি থাকতে চাননি। সঙ্গে অবশ্য এও বলেছিলেন, একটি মেয়ের জন্য চরিত্রটি বেশ ভালো। বিজেপি সাংসদের সাফ কথা, “ছবির চিত্রনাট্য পড়ে আমার পোষায়নি।” তখন সলমন খানিক অবাক হয়েই নায়িকাকে জিজ্ঞেস করেছিলেন, 'ছবিতে এর থেকে বেশি ভাল আর কী চরিত্র তোমাকে দেব আমি?' 

বরাবরই চর্চায় থাকতে ভালবাসেন কঙ্গনা রানাউত। সে বিভিন্ন বিষয়ে আলপটকা বিতর্কিত মন্তব্য করা হোক কিংবা কদর্য ভাষায় কাউকে ব্যক্তি আক্রমণ, সব মিলিয়ে শিরোনামে প্রায়ই জায়গা করে নেন এই অভিনেত্রী। তাঁর কথায়, নিজের জোরে তিনি বলিউডে পাকাপোক্ত জায়গা তৈরি করেছেন। সেই প্রসঙ্গে বলিপাড়ার স্বজনপোষন নিয়ে তাবড় তারকাদেরও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে ছাড়েননি ‘থ্যালাইভি’ অভিনেত্রী। তবে যতই বিতর্কে জড়ান না কেন, তিনি যখনই পর্দায় এসেছেন, জিতে নিয়েছেন দর্শকের মন। ২০০৬ সালে গ্যাংস্টার ছবির মাধ্যনমে বলিউডে প্রথম আত্মপ্রকাশ ঘটে এই অভিনেত্রীর। প্রথম থেকেই ছবি বাছাইয়ের ক্ষেত্রে নিজস্বতার ছাপ রেখেছেন তিনি।