টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
দীপিকার বাফটা জয়
আন্তর্জাতিক মঞ্চে বরাবর সাবলীল। বাফটা ২০২৪ তাঁর জৌলুসেই ঝলমলে। তিনি দীপিকা পাড়ুকোন। সাগরপাড়ের সুন্দরীকে দেখে আন্তর্জাতিক মঞ্চে একটাই গুনগুন, ‘ও কেন এত সুন্দরী হল’! সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা সোনালি সিক্যুইন শাড়িতে দীপিকার রূপ যেন ফেটে পড়েছে। এভাবেই তিনি পুরস্কার তুলে দেন সেরা ভিন ভাষার সেরা ছবি ‘দ্য জোন অফ ইনটারেস্ট’-এর অভিনেতা জোনাথন গ্লেজারের হাতে। দীপিকার কর্মকাণ্ডে ফের গর্বিত ভারত।
নিমন্ত্রিত কারা?
রবিবার গোয়া রওনা হয়ে গিয়েছেন রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানি। ২২ তারিখ বিয়ে। প্রতি মুহূর্তে তাঁদের উদযাপন নিয়ে জল্পনা চলছে। আদিত্য রায় কাপুর-অনন্যা পাণ্ডে বিয়েতে থাকছেন, এমন খবর জানা গিয়েছে। টাটকা খবর, শুধু এঁরাই নন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, বরুণ ধওয়ান, শাহিদ কাপুরও উড়ে যাচ্ছেন। বিয়েবাড়ির নিরাপত্তা আঁটসাঁট করতে আলিয়া ভাট-রণবীর কাপুর, ক্যাটরিনা কইফ, দীপিকা পাড়ুকোনের নিরাপত্তারক্ষী ইউসুফ ইব্রাহিমকে রাকুল-জ্যাকি নিয়োগ করেছেন।
বিয়ের ফাঁদে!
কাজ নয়, বিয়ের কারণে চর্চায় সাহিল খান! ৪৮ বছরের ‘স্টাইল’ অভিনেতা ২১ বছরের এক যুবতীকে বিয়ে করেছেন! সেই ভিডিও ভাইরাল। স্ত্রীর ছবি দিয়ে বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন শাহিল। জানিয়েছেন, এই সুন্দরীই আপাতত তাঁর জীবন জুড়ে।
দীপিকার বাফটা জয়
আন্তর্জাতিক মঞ্চে বরাবর সাবলীল। বাফটা ২০২৪ তাঁর জৌলুসেই ঝলমলে। তিনি দীপিকা পাড়ুকোন। সাগরপাড়ের সুন্দরীকে দেখে আন্তর্জাতিক মঞ্চে একটাই গুনগুন, ‘ও কেন এত সুন্দরী হল’! সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা সোনালি সিক্যুইন শাড়িতে দীপিকার রূপ যেন ফেটে পড়েছে। এভাবেই তিনি পুরস্কার তুলে দেন সেরা ভিন ভাষার সেরা ছবি ‘দ্য জোন অফ ইনটারেস্ট’-এর অভিনেতা জোনাথন গ্লেজারের হাতে। দীপিকার কর্মকাণ্ডে ফের গর্বিত ভারত।
নিমন্ত্রিত কারা?
রবিবার গোয়া রওনা হয়ে গিয়েছেন রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানি। ২২ তারিখ বিয়ে। প্রতি মুহূর্তে তাঁদের উদযাপন নিয়ে জল্পনা চলছে। আদিত্য রায় কাপুর-অনন্যা পাণ্ডে বিয়েতে থাকছেন, এমন খবর জানা গিয়েছে। টাটকা খবর, শুধু এঁরাই নন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, বরুণ ধওয়ান, শাহিদ কাপুরও উড়ে যাচ্ছেন। বিয়েবাড়ির নিরাপত্তা আঁটসাঁট করতে আলিয়া ভাট-রণবীর কাপুর, ক্যাটরিনা কইফ, দীপিকা পাড়ুকোনের নিরাপত্তারক্ষী ইউসুফ ইব্রাহিমকে রাকুল-জ্যাকি নিয়োগ করেছেন।
বিয়ের ফাঁদে!
কাজ নয়, বিয়ের কারণে চর্চায় সাহিল খান! ৪৮ বছরের ‘স্টাইল’ অভিনেতা ২১ বছরের এক যুবতীকে বিয়ে করেছেন! সেই ভিডিও ভাইরাল। স্ত্রীর ছবি দিয়ে বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন শাহিল। জানিয়েছেন, এই সুন্দরীই আপাতত তাঁর জীবন জুড়ে।
