সংবাদ সংস্থা মুম্বই: রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়ালটি একসময় বিপুল জনপ্রিয়তা পায়। ১৯৮৭ সালে দূরদর্শনে প্রথম সম্প্রচারিত হয়েছিল সেই 'রামায়ণ'। সে সময় ওই ধারাবাহিক নিয়ে দেশবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রামানন্দ সাগরের রামায়ণ ধারাবাহিকে রামের ভূমিকায় অভিনয় করছিলেন অরুণ গোভিল। সীতার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী দীপিকা চিখলিয়াকে এবং লক্ষ্মণ হিসাবে পর্দায় হাজির হয়েছিলেন অভিনেতা সুনীল লাহিড়ী।
এবার সেই 'রামায়ণ'-এর নির্মাতারা অর্থাৎ সাগর পিকচার্স এন্টারটেইনমেন্ট-এর তরফে ঘোষণা করা হল শ্রীকৃষ্ণকে নিয়ে বড় বাজেটের একাধিক ছবি তৈরি করতে চলেছেন তাঁরা। শুধু তাই নয়, ওয়েব সিরিজও তৈরি হবে তাঁকে নিয়ে। মূলতঃ শ্রীমদ্ভগবদ্গীতাকে অনুসরণ করেই লেখা হবে এই ছবি ও ওয়েব সিরিজের চিত্রনাট্য।
নির্মাতাদের তরফে আরও জানানো হয়েছে শ্রীকৃষ্ণকে নিয়ে তৈরি হওয়া এই ছবির সিরিজ প্যান ইন্ডিয়ান' হতে চলেছে। অর্থাৎ বলিউড থেকে দক্ষিণী ছবির জগৎ সহ আরও একাধিক আঞ্চলিক অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এইসব ছবিতে। তবে শ্রীকৃষ্ণের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে সেই বিষয়ে আপাতত মুখে কুলুপ নির্মাতাদের। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলাবেন এক নামজাদা ভিএফএক্স সংস্থা।
প্রসঙ্গত, নয়ের দশকে গীতা ও একাধিক পুরাণে উল্লিখিত বিভিন্ন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছোটপর্দায় শ্রীকৃষ্ণ ধারাবাহিক পরিচালনা করেছিলেন রামানন্দ সাগর। তাঁর সঙ্গে পরিচালনার ভার সামলেছিলেন মতি সাগর এবং আনন্দ সাগর। শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা সর্বদমন ডি বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, কিশোর শ্রীকৃষ্ণের ভূমিকায় দর্শকের সামনে হাজির হয়েছিলেন অভিনেতা স্বপ্নীল যোশী।
এবার সেই 'রামায়ণ'-এর নির্মাতারা অর্থাৎ সাগর পিকচার্স এন্টারটেইনমেন্ট-এর তরফে ঘোষণা করা হল শ্রীকৃষ্ণকে নিয়ে বড় বাজেটের একাধিক ছবি তৈরি করতে চলেছেন তাঁরা। শুধু তাই নয়, ওয়েব সিরিজও তৈরি হবে তাঁকে নিয়ে। মূলতঃ শ্রীমদ্ভগবদ্গীতাকে অনুসরণ করেই লেখা হবে এই ছবি ও ওয়েব সিরিজের চিত্রনাট্য।
নির্মাতাদের তরফে আরও জানানো হয়েছে শ্রীকৃষ্ণকে নিয়ে তৈরি হওয়া এই ছবির সিরিজ প্যান ইন্ডিয়ান' হতে চলেছে। অর্থাৎ বলিউড থেকে দক্ষিণী ছবির জগৎ সহ আরও একাধিক আঞ্চলিক অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এইসব ছবিতে। তবে শ্রীকৃষ্ণের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে সেই বিষয়ে আপাতত মুখে কুলুপ নির্মাতাদের। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলাবেন এক নামজাদা ভিএফএক্স সংস্থা।
প্রসঙ্গত, নয়ের দশকে গীতা ও একাধিক পুরাণে উল্লিখিত বিভিন্ন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছোটপর্দায় শ্রীকৃষ্ণ ধারাবাহিক পরিচালনা করেছিলেন রামানন্দ সাগর। তাঁর সঙ্গে পরিচালনার ভার সামলেছিলেন মতি সাগর এবং আনন্দ সাগর। শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা সর্বদমন ডি বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, কিশোর শ্রীকৃষ্ণের ভূমিকায় দর্শকের সামনে হাজির হয়েছিলেন অভিনেতা স্বপ্নীল যোশী।
