নিজস্ব সংবাদদাতা: বহু বছর পর আবারও একফ্রেমে দেব-শুভশ্রী জুটি। আবারও রোম্যান্স! মুক্তি পেল 'ধূমকেতু'র টিজার। দেবের প্রযোজনা সংস্থার আট বছর সম্পূর্ণ হল ২৩ জুন। সেদিন প্রযোজনা সংস্থার লোগো পরিবর্তন করা হয়েছে। আর সেদিনই কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘ধূমকেতু’ ছবির টিজারও মুক্তি পেল এদিন।
টিজারের শুরুতে দেব বলছেন, “গত ৯ বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি। কোনও দোষ না করেও মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। মৃত্যুকে আর ভয় পাই না।” আর একেবারে শেষে শোনা গিয়েছে, “সিনেমায় একটা হিরো ভিলেনকে আইন টপকে কুপিয়ে মারলে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন থাকি।”
টিজার জুড়ে দেবকে দেখা গিয়েছে ভিন্ন অবতারে। কখনও অ্যাকশন, কখনও রোম্যান্স, কখনও আবার পাহাড়ি রাস্তায় বৃদ্ধের বেশে। পাহাড়ের কোলে শুভশ্রীর ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর মুহূর্তে যে কোনও দেব-শুভশ্রী অনুরাগীদের মনেই উত্তেজনার পারদ চড়াবে। কিন্তু এই ছবি এক অসমাপ্ত প্রেম কাহিনি। এমনটাই বলছে প্রথম ঝলক। ছবিতে নজর কাড়বেন রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদেরও এক ঝলক দেখা মিলল টিজারে। সব বাধা পেরিয়ে আগামী ১৪ আগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির এখনও পর্যন্ত শেষ ছবি 'ধূমকেতু'।
