খুব আশা ছিল নন্দন ১-এ শো পাবেন, হয়নি। তার জন্য একটু মনখারাপ ছিলই। তবু নন্দন ২-এ একটানা সাতদিন শো হাউজফুল সেই ব্যথায় যেন প্রলেপ। সেখানেও বাধা। এই প্রথম কলকাতায় ফরাসি চলচ্চিত্র উৎসব হতে চলেছে। খবর, সেই কারণে অ্যাডভান্স বুকিং থাকা সত্ত্বেও নন্দন ২ থেকে এক সপ্তাহের জন্য সরিয়ে দেওয়া হল তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’কে। বিষয়টি জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। পরিচালক জানিয়েছেন, এই ঘটনায় তিনি প্রচণ্ড হতাশ।
গত শুক্রবার তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। ‘পারিয়া’, ‘ভূতপরী’ আর ‘সেদিন কুয়াশা ছিল’। শুরু থেকেই "পারিয়া" যে দুর্দান্ত ফল করেছিল তা নয়। বাংলা ছবিতে পথপশুদের নিয়ে এই প্রথম কোনও ছবি। কিন্তু তাদের উপরে অনবরত ঘটে চলা অন্যায় এবং তার প্রতিকার— শুধুই কুকুরপ্রেমীদের নয় সববয়সীদের মন ছুঁয়ে গিয়েছিল। এই ছবিতে নিজেকে সম্পূর্ণ নতুন ভাবে উপস্থাপন করেছেন বিক্রম ‘লুব্ধক’ চট্টোপাধ্যায়। রোম্যান্টিক হিরো এই ছবিতে অ্যাকশন হিরোর তকমা পেয়েছেন হাসতে হাসতে। পাশাপাশি, অভিনয়ে নজর কেড়েছেন অম্বরীশ ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র, সৌম্য মুখোপাধ্যায় এবং দেবাশিস রায়। মানুষের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে তথাকথিত ‘পারিয়া’ বা দেশীয় পথকুকুরেরাও।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="blank">
গত শুক্রবার তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। ‘পারিয়া’, ‘ভূতপরী’ আর ‘সেদিন কুয়াশা ছিল’। শুরু থেকেই "পারিয়া" যে দুর্দান্ত ফল করেছিল তা নয়। বাংলা ছবিতে পথপশুদের নিয়ে এই প্রথম কোনও ছবি। কিন্তু তাদের উপরে অনবরত ঘটে চলা অন্যায় এবং তার প্রতিকার— শুধুই কুকুরপ্রেমীদের নয় সববয়সীদের মন ছুঁয়ে গিয়েছিল। এই ছবিতে নিজেকে সম্পূর্ণ নতুন ভাবে উপস্থাপন করেছেন বিক্রম ‘লুব্ধক’ চট্টোপাধ্যায়। রোম্যান্টিক হিরো এই ছবিতে অ্যাকশন হিরোর তকমা পেয়েছেন হাসতে হাসতে। পাশাপাশি, অভিনয়ে নজর কেড়েছেন অম্বরীশ ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র, সৌম্য মুখোপাধ্যায় এবং দেবাশিস রায়। মানুষের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে তথাকথিত ‘পারিয়া’ বা দেশীয় পথকুকুরেরাও।
View this post on Instagram
