আজকাল ওয়েবডেস্ক: হিন্দির দাপট রুখতে বিল আসছে তামিলনাড়ুতে। এবার দক্ষিণের এই রাজ্যে বলিউড ছবির হোর্ডিং বা ব্যানারও লিখতে হবে স্থানীয় ভাষায়। গোটা বিষয়টি মনে করিয়ে দিল টলিউডের ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’ প্রতিবাদকেও।
ভাষার অধিকার এবং সংস্কৃতি রক্ষার লড়াইয়ে আরও এক বার কড়া পদক্ষেপ করতে চলেছে তামিলনাড়ু সরকার। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এ বার সরাসরি আইন আনার পথে হাঁটছে শাসকদল ডিএমকে। সূত্রের খবর, আজ, বুধবার, সকালের মধ্যেই বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল পেশ করা হবে। এই প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা করতে গতকাল রাতেই আইন বিশেষজ্ঞদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেছিল সরকার।
সূত্রের খবর, এই বিলের মাধ্যমে তামিলনাড়ু জুড়ে হিন্দি হোর্ডিং, বোর্ড, সিনেমা এবং গান নিষিদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে। যদিও সরকারি আধিকারিকদের তরফে জোর দিয়ে জানানো হয়েছে যে, এই বিল সংবিধান লঙ্ঘন করবে না। এই প্রসঙ্গে ডিএমকে-র নেতা টি কে এস ইলানগোভান বলেন, “আমরা সংবিধানের বিরুদ্ধে গিয়ে কিছু করব না। আমরা সংবিধান মেনেই চলব। আমরা কেবল হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধী।”
আরও পড়ুন: জেলের ভিতরেই বীর্য চোরাচালান! সেই শুক্রাণু দিনে পাঁচ বার দেহে ঢুকিয়ে অন্তঃসত্ত্বা মহিলা কয়েদি! হতবাক প্রশাসন
স্টালিন সরকারের এই পদক্ষেপকে যথারীতি ‘নির্বোধ ও অর্থহীন’ বলে কটাক্ষ করেছে বিজেপি। দলের নেতা বিনোজ সেলভমের মতে, ভাষাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা উচিত নয়। তাঁর অভিযোগ, থিরুপারানকুন্দরাম, কারুর তদন্ত এবং বিতর্কিত ফক্সকন বিনিয়োগের মতো একাধিক বিষয় থেকে নজর ঘোরাতেই এখন ভাষার বিতর্ককে হাতিয়ার করছে ডিএমকে। যদিও অহিন্দি রাজ্যগুলি থেকে বারবারই অভিযোগ উঠেছে সাংস্কৃতিক ক্ষেত্রে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। মনে করিয়ে দেওয়া হয় ‘হিন্দি হিন্দু হিন্দুস্তান’-এর স্লোগানও। বিরোধীদের দাবি, একতা নয় দেশকে একরূপতায় বাঁধতে চাইছে সংঘ আর সেই কারণেই হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা।
ভাষার অস্তিত্ব রক্ষার এই লড়াই অবশ্য নতুন নয়। একাধিক অহিন্দি রাজ্যে যখন হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে আইন আনার কথা চলছে, তখন এ রাজ্যের ছবিটাও কিছুটা এক। মাস কয়েক আগেই বাংলা ছবির অস্তিত্ব রক্ষার দাবিতে পথে নেমেছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। তাঁদের প্রতিবাদ ছিল মূলত প্রেক্ষাগৃহে বাংলা ছবির শো না পাওয়া এবং বলিউড বা দক্ষিণী ছবির দাপটে কোণঠাসা হয়ে পড়ার বিরুদ্ধে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব থেকে শুরু করে একাধিক অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক একযোগে দাবি তুলেছিলেন, বাংলায় বাংলা ছবিকেই অগ্রাধিকার দিতে হবে। প্রাইম টাইমে এবং সপ্তাহান্তে পর্যাপ্ত শো না পাওয়ায় ভাল বাংলা ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে বলে অভিযোগ করেছিলেন তাঁরা। তামিলনাড়ুর মতো আইনি পথে না হাঁটলেও, বাংলার শিল্পীদের সেই প্রতিবাদেও ছিল নিজেদের সংস্কৃতি ও ভাষাকে বাঁচিয়ে রাখার আর্তি। দক্ষিণের রাজ্যটি যেখানে বিল এনে ভাষাকে সুরক্ষিত করতে চাইছে, সেখানে বাংলার শিল্পীরা পথে নেমে নিজেদের অধিকারের দাবি জানিয়েছিলেন। প্রেক্ষাপট ভিন্ন হলেও, দুই ক্ষেত্রেই মূল সুরটি এক- হিন্দির দাপটের সামনে নিজেদের অস্তিত্ব রক্ষা।
