জেলের ভিতরেই বীর্য চোরাচালান! সেই শুক্রাণু দিনে পাঁচ বার দেহে ঢুকিয়ে অন্তঃসত্ত্বা মহিলা কয়েদি! হতবাক প্রশাসন

img

আজকাল ওয়েবডেস্ক: খুনের দায়ে জেল খাটছিলেন বছর তিরিশের মহিলা। কিন্তু জেলের ভিতরেই মা হওয়ার শখ হয় তাঁর। যেমন ভাবা তেমন কাজ, অদ্ভুত ফন্দি অবলম্বন করে নিজের সেই শখ পূরণ করলেন এক মহিলা কয়েদি।

img

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। জেলের মধ্যেই অন্য এক পুরুষ কয়েদির বীর্য ব্যবহার করে অন্তঃসত্ত্বা হয়েছেন ডেইজি লিঙ্ক নামের এক আসামি। গোটা ঘটনায় হতবাক পুলিশ প্রশাসনও।

img

ফ্লোরিডা প্রশাসন সূত্রে খবর ২০২২ সালে নিজের স্বামী পেদ্রো জিমেনেজকে গুলি করে জেলে যান ডেইজি। স্বামীর হত্যার দায়ে যাবজ্জীবন সাজা হয় তাঁর।

img

জেলেই তাঁর সঙ্গে আলাপ হয় অপর এক খুনের আসামির সঙ্গে। ওই আসামির নাম জোয়ান দিয়াজ। দিয়াজকে ডেইজি জানান তিনি মা হতে চান। সেই জন্য তাঁর সাহায্য লাগবে।

img

দু’জনে মিলে পরামর্শ করে এক অভিনব উপায় বার করে দুই আসামি। দিয়াজ জানান, প্রথমে তিনি নিজের কুঠুরিতে বসে একটি কাগজের উপর বীর্যপাত করতেন।

img

এরপর সেই কাগজ সিগারেটের মতো গোল করে সুতো দিয়ে পেঁচিয়ে ঠেলে দিতেন বায়ু চলাচলের পাইপের মধ্যে। সেই পাইপের অন্যপ্রান্ত ছিল মহিলা কয়েদির কুঠুরিতে।

img

সুতোয় টান দিয়ে পাইপের মধ্যে দিয়ে প্যাকেটটি নিজের কুঠুরিতে টেনে নিতেন ডেইজি।

img

এর পর সেই বীর্য একটি সুচবিহীন ইঞ্জেকশনের মতো যন্ত্র দিয়ে প্রবেশ করাতেন নিজের যোনি গহ্বরে।

img

ডেইজি জানিয়েছেন, টানা ছয় মাস দিনে পাঁচবার করে বীর্য পাচার করা এবং দেহে প্রবেশ করানো চলত।

img

অবশেষে, দীর্ঘ প্রচেষ্টার পর সফল হন ডেইজি। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন জেলের ভিতরেই। তাঁর কথায়, “আমি ভাবতেই পারিনি এই প্রচেষ্টা সফল হবে। এটা সত্যিই অবিশ্বাস্য একটি ঘটনা। আমার সন্তানও সেই দিক থেকে অসাধারণ হবে।”

img

প্রশাসনের অবশ্য আশঙ্কা, সন্তানের দোহাই দিয়ে সাজা কমানোর ফন্দি ছাড়া এটা কিছুই নয়। তবে গোটা বিষয়টির জন্য যে প্রশাসন একেবারেই প্রস্তুত ছিল না সে কথাও স্বীকার করছেন তাঁরা।